Matchstick Puzzle: এই প্রতিবেদনে পেশ করা হয়েছে এক দারুণ পাজল। এই পাজলটি ম্যাচস্টিক পাজল (Matchstick Puzzle) নামে পরিচিত। এই প্রতিবেদনের পাজলটিতে একটি গাণিতিক সমীকরণ দেওয়া হয়েছে। এই সমীকরণটি গাণিতিকভাবে ভুল। দুটো ম্যাচস্টিক সরানোর মাধ্যমে এই সমীকরণটিকে গাণিতিকভাবে নির্ভুল সমীকরণে পরিণত করতে হবে। এই চ্যালেঞ্জ নেওয়ার পরে বহু মানুষকেই পিছে হটতে দেখা গিয়েছে। আপনি কি পারবেন? আপনার কি এই পাজলটিকে সলভ করার সেই ক্ষমতা রয়েছে?
ব্রেন টিজারের নানান ক্যাটাগরি রয়েছে এই দুনিয়ায়। এর মধ্যে ম্যাচস্টিক পাজল অন্যতম। এটি ব্রেন টিজারের খুবই সাধারণ একটা বিভাগ। এই প্রকৃতির পাজলে হয় ম্যাচস্টিক যোগ করতে হয়, নয়তো বাদ দিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে ম্যাচস্টিক পুরোপুরি বাদও দিতে হয় না, আবার নতুন যোগও করতে হয় না। এই ধরণের ম্যাচস্টিক পাজলগুলোতে ম্যাচস্টিকগুলোর পুনর্বিন্যাস করতে হয়।
আজকের ম্যাচস্টিক পাজলটি বেশ কঠিন। এটি সহজে সমাধান করার সম্ভব নয়। এই পাজল রয়েছে ‘8 × 3 = 9’। এই গাণিতিকভাবে ভুল থাকা সমীকরণটিকে মাত্র ২টি ম্যাচস্টিক সরানোর মাধ্যমে ঠিক করতে হবে। এক্ষেত্রে সময় বেঁধে দেওয়া হয়েছে। আপনাকে পুরো কাজটাই করতে হবে ৩০ সেকেন্ডের মধ্যে। এই সময়ের মধ্যে আপনি না করতে পারলে হেরে যাবেন। অতঃপর জিততে হলে আপনাকে ৩০ সেকেন্ডের মধ্যে এই পাজলটিকে সমাধান করতে হবে।
সমাধান করতে পারলে ভালো। নয়তো নিম্নে দেওয়া সমাধানটি দেখতে পারেন। এই পাজলে থাকা ‘8’-এর বাঁ দিকের দুটো ম্যাচস্টিক সরিয়ে দিতে হবে। এমনটা করলেই সমীকরণটি ‘3 × 3 = 9’ হয়ে যাবে, যা গাণিতিকভাবে ঠিক।