Matchstick Puzzle: এই ফটোতে দৃশ্যমান সমীকরণে ৩টি ম্যাচস্টিক যোগ করতে হবে এবং সমাধান করতে হবে এই সমীকরণ। ব্রেন টিজারের একটি অতি জনপ্রিয় রূপ হল ম্যাচস্টিক পাজল (Matchstick Puzzle)। যারা সাধারণত পাজল খুঁজে থাকেন, তাঁদের মধ্যে অনেকেরই প্রিয় বিষয়ে পরিণত হয়েছে ম্যাচস্টিক পাজলটি। আজকের এই প্রতিবেদনে শেয়ার করা হয়েছে একটি ম্যাচস্টিক পাজল। যা সমাধান করার মাধ্যমে সমীকরণটিকে গাণিতিকভাবে ঠিক করতে হবে।
লজিক্যাল ম্যাচস্টিক পাজল হচ্ছে সেই বিশেষ প্রকৃতির পাজল যেখানে ম্যাথ পাজল (Math Puzzle), রিডল (Riddle), ফটো পাজল (Photo Puzzle) প্রভৃতির দেখা একসঙ্গে পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় ব্রেন টিজার অন্যতম জনপ্রিয় বিষয়ে পরিণত হয়েছেন। মস্তিষ্ককে পরিশ্রম করানোর জন্য ইন্টারনেটের জগতে নানান রকমের ম্যাচস্টিক পাজল উপলব্ধ রয়েছে। আপনিও যদি সমাধান করার জন্য ম্যাচস্টিক পাজল খুঁজে থাকেন, ঠিক জায়গায় এসেছেন। কারণ, এই প্রতিবেদনে একটি বেশ জটিল প্রকৃতির ম্যাচস্টিক পাজল দেওয়া হয়েছে।
আজকের এই ম্যাচস্টিক পাজলের দিকে তাকালে দেখা যায়, একটি গাঢ় খয়েরি রঙের ফটোর উপরে ম্যাচস্টিক ব্যবহার করে একটি গাণিতিক সমীকরণ লেখা রয়েছে। সমীকরণটি হল ‘0 – 3 = 7’। এই সমীকরণটি গাণিতিকভাবে ভুল। এক্ষেত্রে আপনার কাজ হবে ৩টি ম্যাচস্টিক যোগ করে সমীকরণটিকে নির্ভুল করা। প্রথমে দেখে মনে হতে পারে, এটি হয়তো সমাধান করা সম্ভব নয়। কিন্তু ধৈর্য্য ধরে সঠিক সমীকরণ বানানোর চেষ্টা করলে শেষ পর্যন্ত ঠিকই পারা যাবে। এবার তাহলে দেখুন সমাধান করতে পারছেন কিনা।
পারলেন? না পারলে প্রতিবেদনে দেওয়া সমাধানটি দেখতে পারেন।