Matchstick Puzzle: এই প্রতিবেদনে পেশ করা হয়েছে একটি ম্যাচস্টিক পাজল। এই পাজলটিতে উত্তরদাতাকে ১টি কাঠি সরিয়ে সবকিছু ঠিক করতে হয়। সমীকরণটি হল ’14 – 1 = 1’। এই সমীকরণটি দেখতে ঠিক মনে হলেও কিন্তু গাণিতিকভাবে ভুল। উত্তরদাতার কাজই হবে বুদ্ধি খাটিয়ে এর সঠিক গাণিতিকরূপটি উদ্ধার করা এবং ম্যাচস্টিক সাজিয়ে এটিকে ঠিক করা। শুনতে সহজ মনে হলেও এই ম্যাচস্টিক পাজল কিন্তু বেশ কঠিন প্রকৃতির হয়। অনেকেই সমাধান করার সময়ে মাঝপথে পাজল ছেড়ে দৌড় দেন।
ম্যাচস্টিক পাজলে সাধারণত গুন, যোগ বা বিয়োগ চিহ্নযুক্ত কোনো সমীকরণ সমাধানের কথা লেখা থাকে। যাঁরা নিয়মিতভাবে ম্যাচস্টিক পাজল সমাধান করে থাকেন, তাঁদের কাছে ম্যাচস্টিক পাজল কোনো সমস্যারই না। খুব সহজেই বিনা সমস্যায় চট করে এই প্রকৃতির মানুষ ম্যাচস্টিক পাজল সমাধান করে ফেলেন। আসলে ব্রেন টিজার মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। যা পরবর্তীতে পাজল সমাধান করতে সাহায্য করে।
আজকের এই প্রতিবেদনে পেশ হওয়া পাজলটির দিকে তাকালে বুঝতে পারবেন হলুদ রঙের একটি ফটোর উপরে ম্যাচস্টিক সাজিয়ে গণিতের একটি সমীকরণ পেশ করা হয়েছে। এতে লেখা থাকে ’14 – 1 = 1’। এবার এক্ষেত্রে ১টি ম্যাচস্টিক বাদ দেওয়ার মাধ্যমে আপনাকে সমীকরণটি মেলাতে হবে। তাহলে দেখা যাক, আপনি এই সমীকরণটি গাণিতিকভাবে ঠিক করতে পারেন কিনা।
না পারলে আপনার জন্য প্রতিবেদনে দেওয়া সমাধানটি দেখতে পারেন। এক্ষেত্রে ’14’-এর কাছ থেকে একটা ম্যাচস্টিক সরিয়ে ‘-‘ এর উপর রাখতে হবে। এইভাবে সমীকরণটি ‘1 + 1 – 1 = 1’ হয়ে যাবে, যা গাণিতিকভাবে সঠিক।