Matchstick Puzzle: ম্যাচস্টিক পাজলকে অনেকে লজ্যিকাল ম্যাচস্টিক পাজল বলে ডাকেন। আপনার মনে হয়তো প্রশ্ন উঠতে পারে ম্যাচস্টিক পাজলের আগে ‘লজিক্যাল’ জুড়ে দেওয়া কারণ কী? এই পাজল সমাধান করার জন্য বিভিন্ন রকমের গাণিতিক লজিক ব্যবহার করতে হয়। কোন ম্যাচস্টিক সরানো উচিত এবং কোনটি নয় সেটা ম্যাচস্টিক পাজল (Matchstick Puzzle) বিশ্লেষণ করে দেখতে হয়। আর এইজন্যই এটি লজিক্যাল পাজল (Logical Puzzle) পরিচিতি লাভ করেছে।
ম্যাচস্টিক পাজলের সমীকরণ দেখতে একদম সরল প্রকৃতির হয়। এর গড়নে কোনো জটিলতা থাকে না। প্রাইমারি স্কুলের স্তরের বা সপ্তম ও অষ্টম শ্রেণীর স্তরের অঙ্ক দেখা যায় পাজলে পেশ করা সমীকরণগুলোতে। এই যেমন আজকের পাজলে দেওয়া সমীকরণটি হল ‘8-1=0’। বিয়োগের নিয়ম ধরে হিসাব করতে বসলে বোঝা যাবে এই অঙ্কটি গাণিতিকভাবে ভুল। কারণ, এই সমীকরণে ‘8’ ও ‘1’-এর বিয়োগফল ‘8’-এর পরিবর্তে ‘0’ দেওয়া হয়েছে। এক্ষেত্রে সমীকরণটিকে মেলানোর জন্য ১টি কাঠি সরাতে হবে। এই কাজের জন্য আপনাকে ৬ সেকেন্ড সময় দেওয়া হল। আপনার সময় শুরু হচ্ছে এখন-
১
২
৩
৪
৫
৬…… ব্যাস! এখানেই থামুন। কারণ, নির্ধারিত সময় শেষ হয়ে গেছে।
কি সমাধান করতে পেরেছেন? না পারলে আসুন আমরা আপনাকে সমাধান করার সহজ পদ্ধতি জানিয়ে দিচ্ছি-
ভালো করে লক্ষ্য করে দেখুন ‘8’-এর বাঁ দিকে নিচের দিকে থাকা ১টি ম্যাচস্টিক সরিয়ে সেটি ‘0’-এর মাঝ বরাবর আড়াআড়িভাবে রাখলে তা ‘8’-এর রূপ নেবে। আর ‘9 – 1 = 8’ হলে সমীকরণটির নির্ভুল সমাধান পাওয়া যাবে। তবে সমাধান করতে না পারলে মন খারাপ করবেন না। আমরা আপনাদের জন্য নিয়ে আসব নতুন এক Matchstick Puzzle।