Matchstick Puzzle: ম্যাচস্টিক পাজল বর্তমানে পাজলপ্রেমীদের অন্যতম প্রিয় পাজলে পরিণত হয়েছে। এই পাজল মানুষের অজান্তেই মানবমস্তিষ্ককে ব্যস্ত রাখতে পারে, সেই মস্তিষ্ককে কসরত করতে বাধ্য করতে পারে। ম্যাচস্টিক পাজল নিয়মিত সমাধান করলে বুদ্ধিমত্তা বাড়ে, মনোযোগ বৃদ্ধি পায় এবং জটিল সমস্যা সমাধান করার ক্ষমতাও মজবুত হতে দেখা যায়।
এই ম্যাচস্টিক পাজলগুলোকে দেখলে প্রথম ঝলকে মাথা ব্যথার অঙ্ক মনেই হবে না। দেখে মনে হতে পারে এ তো প্রাইমারি স্কুলের অঙ্ক! এটা সমাধান করা কোনো বড়ো ব্যাপারই নয়! তবে যখন মনোযোগ সহকারে ভালো করে বিশ্লেষণ করে এই অঙ্কটির দিকে তাকাবেন, তখন ধীরে ধীরে অঙ্কের মধ্যে লুকিয়ে থাকা গাণিতিক ভুল বুঝতে পারবেন।
এই যেমন আজকের প্রতিবেদনে দেওয়া পাজলে ‘6 × 8 = 64’ লেখা আছে। তবে আপনি যখন গুণ করার নিয়ম অনুসারে এই সমীকরণ সমাধান করতে বসবেন, এর ভুল দেখতে পাবেন। কারণ, এই সমীকরণে ‘6’ ও ‘8’-এর গুণফল ’48’ না দিয়ে ’64’ দেওয়া হয়েছে। এক্ষেত্রে সমীকরণটিকে ঠিক করার জন্য ২টি কাঠি বাদ দিতে হবে। এই কাজের জন্য আপনাকে ৬ সেকেন্ড সময় দেওয়া হল। আপনার সময় শুরু হচ্ছে এখন-
১
২
৩
৪
৫
৬…… ব্যাস! থামুন, আর এগোবেন না। আপনার হাতে থাকা সময় শেষ হয়ে গেছে।
সমাধান করতে পেরেছেন? না পারলে আসুন আমরা আপনাকে সমাধান করার সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি-
ভালো করে লক্ষ্য করে দেখুন ‘8’-এর বাঁ দিকে নিচের দিক থেকে ১টি ম্যাচস্টিক সরিয়ে দিলে ‘9’-এর রূপ নেবে এবং সমীকরণের ডান দিকে থাকা ‘6’-এর বাঁ দিকে নিচের দিক থেকে ১টি ম্যাচস্টিক সরিয়ে নিলে তা ‘5’-এর আকার ধারণ করবে। আর ‘6 × 9 = 54’ হলেই সমীকরণটির নির্ভুল সমাধান পাওয়া যাবে। তবে সমাধান না করতে পারলে মন খারাপ করবেন না। আমরা আবার আপনাদের জন্য নিয়ে আসব নতুন এক Matchstick Puzzle।