Matchstick Puzzle: বর্তমানে পাজলের জগতের অন্যতম জনপ্রিয় পাজল হল ‘ম্যাচস্টিক পাজল (Matchstick Puzzle)। এই পাজল বুদ্ধিমত্তা যাচাইয়ের কাজে সাহায্য করার পাশাপাশি জটিল সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করার কাজেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এই ম্যাচস্টিক পাজলগুলোকে প্রথমবার দেখলে বেশ সরল প্রকৃতির মনে হতে পারে। দেখে মনে হবে, এ তো তৃতীয় বা চতুর্থ শ্রেণীর অঙ্ক। তবে যখন মনোযোগ সহকারে এই অঙ্কটির দিকে তাকাবেন, তখন ধীরে ধীরে অঙ্কতে লুকিয়ে থাকা ভুল চোখে পড়তে শুরু করবে।
এই যেমন আজকের প্রতিবেদনে দেওয়া পাজলে ‘3 + 3 = 8’ লেখা রয়েছে। যোগের পদ্ধতি মেনে এটি বিশ্লেষণ করলে এর ভুল দেখতে পাওয়া যাবে। কারণ, এই সমীকরণে ‘3’ ও ‘3’-এর যোগফল ‘6’ না দিয়ে ‘8’ দেওয়া হয়েছে। এক্ষেত্রে সমীকরণটিকে ঠিক করার জন্য ২টি কাঠি সরাতে হবে। এই কাজের জন্য আপনাকে ৮ সেকেন্ড সময় দেওয়া হল। আপনার সময় শুরু হচ্ছে এখন-
১
২
৩
৪
৫
৬
৭
৮…… ব্যাস! এখানেই থেমে যান, আর এগোবেন না। কারণ, সময় শেষ হয়ে গেছে।
কি সমাধান করতে পারলেন? না পারলে আসুন আমরা আপনাকে সমাধান করার সহজ পদ্ধতি জানিয়ে দিচ্ছি-
ভালো করে লক্ষ্য করে দেখুন ‘+’ এর উপর থেকে ১টি ম্যাচস্টিক সরিয়ে ‘3’-এর উপরের দিকে বাঁ দিকে বসালে তা ‘9’-এর রূপ নেবে এবং ‘8’-এর মাঝে আড়াআড়িভাবে থাকা ১টি কাঠি সরিয়ে ‘3’-এর বাঁ দিকে উপরের দিকে রাখলে তা ‘9’-এর আকার ধারণ করবে। আর ‘9 – 9 = 0’ হলেই সমীকরণটির সঠিক সমাধান পাওয়া যাবে। তবে সমাধান না করতে পারলে মন খারাপ করবেন না। আমরা আবার আপনাদের জন্য নিয়ে আসব নতুন এক Matchstick Puzzle।