রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Matchstick Puzzle: 6 × 6 = 0, একটি কাঠি সরালেই মিলবে অঙ্ক, এই পাজল সমাধান করতে গিয়ে মাথা চুলকায় জিনিয়াসরাও

Matchstick Puzzle: '6 × 6 = 0' এই সমীকরণটিকে ঠিক করুন মাত্র ১টা ম্যাচস্টিক সরিয়ে। ব্রেন টিজার পাজলের এক বিশেষ রূপ হল ম্যাচস্টিক পাজল। বর্তমানে এই পাজল সোশ্যাল মিডিয়ায় চর্চার…

Advertisements

Matchstick Puzzle: ‘6 × 6 = 0’ এই সমীকরণটিকে ঠিক করুন মাত্র ১টা ম্যাচস্টিক সরিয়ে। ব্রেন টিজার পাজলের এক বিশেষ রূপ হল ম্যাচস্টিক পাজল। বর্তমানে এই পাজল সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়ে পরিণত হয়েছে। বহু মানুষই আছেন, যাঁরা সমাধান করার জন্য চারিদিকে পাজল খুঁজে বেড়ান। আসলে এই পাজল সমাধানের মধ্যে দিয়ে কখন সময় পেরিয়ে যায় বোঝাই যায় না। উপরন্তু মস্তিষ্ক উপকৃত হয়। এই প্রতিবেদনে একটি দারুণ ম্যাচস্টিক পাজল দেওয়া হয়েছে, যেটা আপনি সমাধান করার চেষ্টা করে দেখতে পারেন।

Matchstick Puzzle

Advertisements

লজিক্যাল ম্যাচস্টিক পাজল তৈরি হয় রিডলস (Riddles), পিকচার পাজল (Picture Puzzle) ও ম্যাথ পাজলের সমন্বয়ে। এই পাজল সমাধান করতে বসলে একসঙ্গে তিন ধরনের পাজল সমাধান করা যায়। ব্রেন টিজারের অস্তিত্ব কয়েক শতক ধরে থাকলেও আজকাল আগের তুলনায় একটু বেশিই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকতে দেখা গিয়েছে। ব্রেন টিজার সমাধান করতে বসলে মস্তিষ্ককে বিভিন্নভাবে পরিশ্রম করতে হয়। আর এই জন্যই ব্রেন টিজার যত সমাধান করা হয়, মানুষের মস্তিষ্ক ততই প্রখর হতে দেখা যায়। এই প্রতিবেদনেই একটি ম্যাচস্টিক পাজল দেওয়া হয়েছে, দেখুন তো আপনি পারেন কিনা।

Matchstick Puzzle

আজকের ম্যাচস্টিক পাজলের দিকে তাকালে বোঝা যাবে যে, এক্ষেত্রে একটি গাঢ় নীল রঙের ফটোর উপরে ম্যাচস্টিক সাজিয়ে একটি সমীকরণ পেশ করা হয়েছে। এই সমীকরণে লেখা রয়েছে ‘6 × 6 = 0’। এক্ষেত্রে আপনাকে একটি মাত্র ম্যাচস্টিক সরাতে হবে ও এটিকে গাণিতিকভাবে ঠিক করতে হবে। বুদ্ধি খাটিয়ে ভেবে দেখুন কোন ম্যাচস্টিককে সরাতে হবে। একটিমাত্র ম্যাচস্টিক সরালেই কিন্তু মিলে যাবে। সমাধান করতে পারলেন? না পারলে প্রতিবেদনে দেওয়া সমাধানটি দেখতে পারেন।

Matchstick Puzzle

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements