রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Matchstick Puzzle: দুটি কাঠি যোগ করলেই মিলে যাবে অঙ্ক, এই পাজল মেলাতে গিয়ে হিমশিম খায় লেজেন্ডরাও

Matchstick Puzzle: এই জগতে নানান রকমের ধাঁধা দেখতে পাওয়া যায়। ধাঁধারূপে শব্দ ধাঁধা (Word Riddle), ছবি ধাঁধা (Picture Puzzle), অঙ্ক ধাঁধা (Math Puzzle) সহ আরও অনেক রকমের ধাঁধা রয়েছে এই…

Advertisements

Matchstick Puzzle: এই জগতে নানান রকমের ধাঁধা দেখতে পাওয়া যায়। ধাঁধারূপে শব্দ ধাঁধা (Word Riddle), ছবি ধাঁধা (Picture Puzzle), অঙ্ক ধাঁধা (Math Puzzle) সহ আরও অনেক রকমের ধাঁধা রয়েছে এই দুনিয়ায়। এই ধাঁধার আবার প্রকারভেদ রয়েছে। কোথাও লুকিয়ে থাকা বস্তু খুঁজতে হয়, তো কোথাও দুই ফটোর মধ্যে থাকা পার্থক্য খুঁজতে হয়। কোনো ধাঁধায় আবার অঙ্ক সমাধান করতে হয়।

Matchstick Puzzle

Advertisements

ম্যাচস্টিক পাজলে একত্রে সবই পাওয়া যায়। ম্যাথ পাজল থেকে শুরু করে পিকচার পাজল সবই উপস্থিত থাকতে দেখা যায় ম্যাচস্টিক পাজলে (Matchstick Puzzle)। এটি একদম সাধারণ রকমেরই একটি পাজাল। কিন্তু এক্ষেত্রে, গণিতের বেসিক ধারণা থাকা বাধ্যতামূলক। কারণ, এক্ষেত্রে গুণ, যোগ ও বিয়োগ প্রভৃতি দেওয়া হয়। ম্যাচস্টিকগুলো পুনর্বিন্যাস করে, যোগ করে অথবা সরিয়ে পাজল সলভ করতে হয়। আপনি কি কোনোদিনও ম্যাচস্টিক পাজল সলভ করেছেন? না করে থাকলে এই প্রতিবেদনে দেওয়া পাজলটি সমাধান করে দেখতে পারেন।

Matchstick Puzzle

এই পাজলের দিকে তাকালে বোঝা যায়, এতে ম্যাচস্টিক ব্যবহার করে ‘9 – 1 = 1’ লেখা রয়েছে। এই সমীকরণটি প্রথমে হয়তো দেখে মনে হতে পারে ঠিকই তো আছে, কিন্তু ভালোভাবে তাকালে বোঝা যাবে, সমীকরণটি গাণিতিকভাবে ভুল। এই সমীকরণটিকে এবার আপনাকে ঠিক করতে হবে। ঠিক করার জন্য আপনাকে দুটো ম্যাচস্টিক যোগ করতে হবে। দেখুন তো আপনি এটি পারেন কিনা।

Matchstick Puzzle: দুটি কাঠি যোগ করলেই মিলে যাবে অঙ্ক, এই পাজল মেলাতে গিয়ে হিমশিম খায় লেজেন্ডরাও - Youth Bengal
এই পাজলটি যদি সলভ করতে পারেন, মানতে হবে আপনি জিনিয়াস! না সলভ করতে পারলে নিম্নে দেওয়া সমাধানটি দেখতে পারেন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements