Mera Bill Mera Adhikar: কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে লঞ্চ করা হল একটি দুর্দান্ত প্রকল্প। এই প্রকল্পে মাত্র ২০০ টাকা বিনিয়োগ করলেই পাওয়া যাবে ১ কোটি টাকা জেতার সুযোগ। আপনার ফোনে একটি অ্যাপ থাকলেই কোটিপতি হওয়ার সুযোগ পাবেন। নিম্মে মোদী সরকারের এই স্কিম নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হল। প্রকল্পটির নাম হল “মেরা বিল মেরা অধিকার’ (Mera Bill Mera Adhikar)। এই প্রকল্পটি লঞ্চ করা হয় মোদী সরকারের (Modi Government) তরফে ২০২৩ সালের ১লা সেপ্টেম্বর তারিখে। নিম্নে এই বিষয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হল।
মেরা বিল মেরা অধিকার প্রকল্প কী?(What is Mera Bill Mera Adhikar 2023)
১. এটি কেন্দ্রীয় সরকারের (Central Government) একটি প্রকল্প।
২. এই প্রকল্পের অধীনে ২০০ টাকা জমা করতে হয়।
৩. ২০০ টাকা জমা করার পাশাপাশি আপলোড করতে হয় বিলের ফটো।
৪. প্রকল্পটিতে লাকি ড্র জিতলেই পাওয়া যাবে ১ কোটি টাকা।
মেরা বিল মেরা অধিকার প্রকল্পে আবেদন করার যোগ্যতা (Eligibility for Mera Bill Mera Adhikar Central Government Scheme)
১. আবেদনকারী ব্যক্তিকে গুজরাট (Gujarat), অসম (Assam) বা হরিয়ানার বাসিন্দা হতে হবে।
২. উক্ত ব্যক্তি দমন ও দিউ (Daman and Diu), পন্ডিচেরি (Puducherry), দাদরা ও নগর হাভেলির (Dadra and Nagar Haveli) মতো কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা হলেও আবেদন করতে পারবেন।
২. স্কিমটি উপলব্ধ রয়েছে মাত্র ১ বছরের জন্য।
সরকারি অ্যাপে ১ কোটি আয় করার উপায় (How to earn 1 Crore Rupees from Government App?)
১. প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে (Google Play Store)।
২. সেখান থেকে ডাউনলোড করতে হবে ‘মেরা বিল মেরা অধিকার’ (Mera Bill Mera Adhikar) অ্যাপ।
৩. এরপরে আপনাকে ‘মাই ইনভয়েস’ (My Invoice) অপশনে গিয়ে বিলের ইনভয়েস আপলোড করে সাবমিট করতে হবে (ফটো বা পিডিএফরূপে আপলোড করা যেতে পারে)।
৪. ইনভয়েস আপলোডের কাজ শেষ হলে এআরএন (ARN) জেনারেট হবে। এআরএন জেনারেট হয়ে গেলেই ‘মাই ইনভয়েস’-এ বিল সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে।
৫. অ্যাপটিতে লাকি ড্রয়ের খেলার আয়োজন করা হয়। সেই খেলায় আপনার নম্বর লাকি ড্র জিতে গেলেই আপনি পাবেন ১ কোটি টাকা জেতার সুযোগ।
৬. লাকি ড্রয়ে নাম উঠলেই আপনাকে জমা দিতে হবে কিছু দরকারি নথিপত্র। এই তালিকায় রয়েছে আধার কার্ড (Aadhaar Card), প্যান কার্ড (Pan Card) ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসের মতো দরকারি ডকুমেন্টগুলো।
৭. সমস্ত ডকুমেন্ট নিশ্চিতরূপে ৩০ দিনের মধ্যে জমা করতে হবে।
৮. জেতা টাকা সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে আসবে।
মেরা বিল মেরা অধিকার লাকি ড্র (Mera Bill Mera Adhikar Lucky Draw)
১. এই প্রকল্পের অধীনে সর্বোচ্চ ১ কোটি টাকা মূল্যের ২টি বাম্পার পুরস্কার ৩ মাসে দেওয়া হবে।
২. এছাড়াও ১০টি মাসিক লাকি ড্রয়ের আয়োজন করা হবে। এক্ষেত্রে সর্বোচ্চ মূল্য হবে ১০ লক্ষ টাকা।
৩. এছাড়াও আরও ৮০০টি মাসিক লাকি ড্র অনুষ্ঠিত হবে। এর সর্বোচ্চ মূল্য হবে ১০ হাজার টাকা।