রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

মাঝ আকাশে চলল বিমান, ঝাঁপ দিলেন মিমি!

Mimi Chakraborty: অবশেষে স্বপ্নপূরণ হল অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty)। দুবাইয়ে নিজের বহু দিনের ইচ্ছে পূরণ করলেন তিনি। সেখানে মিমিকে মাঝ আকাশে বিমান থেকে ঝাঁপ দিতে দেখা গেল। তাঁর দুঃসাহসিক…

Advertisements

Mimi Chakraborty: অবশেষে স্বপ্নপূরণ হল অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty)। দুবাইয়ে নিজের বহু দিনের ইচ্ছে পূরণ করলেন তিনি। সেখানে মিমিকে মাঝ আকাশে বিমান থেকে ঝাঁপ দিতে দেখা গেল। তাঁর দুঃসাহসিক কাণ্ড দেখে হতবাক সকলেই। মিমির এই ফটো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরই ভাইরাল হতে দেখা গেছে। নেটিজেনরা বিভিন্ন রকমের প্রতিক্রিয়ায় দিয়েছেন। আপনি কি ফটোগুলো দেখেছেন?

সম্প্রতি ভাইরাল হওয়া ফটোগুলোতে মিমি চক্রবর্তীকে স্কাইডাইভিং (Mimi Chakraborty Sky Diving) করতে দেখা যায়। তিনি বর্তমানে কর্মব্যস্ত জীবনের ফাঁকে জীবনের স্বাদ নিতে ছুটি কাটাতে দেশের বাইরে গেছেন। এখন তাঁর বাস দুবাইয়ে (Dubai)। সেখানে চুটিয়ে ছুটি উপভোগ করছেন তিনি। এই ছুটির গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো মিমি নিজের সোশ্যাল মিডিয়া আইডি (Mimi Chakraborty Social Media Id) থেকে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। আর তাই তাঁর ছুটির প্রায় প্রত্যেকটি আপডেটই পাওয়া সম্ভব হচ্ছে।

Advertisements

Mimi Chakraborty

স্কাইডাইভিংয়ের ফটোগুলো মিমি স্বয়ং নিজের ইনস্টাগ্রাম আইডি (Mimi Chakraborty Instagram Id) পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, তাঁর এই দুঃসাহসিক কাজে সাহায্য করেছেন ট্রেনার ম্যাক্স। তিনি ক্যাপশনে লেখেন, “বাকেট লিস্টে থাকা বিষয়গুলো উপভোগ করছি এবং এই অসম্ভবকে সম্ভব করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ট্রেনার ম্যাক্সকে।

ফটোগুলোতে মিমির পরণে দেখা যায় হোয়াইট প্যান্ট ও টিশার্ট। একটি ফটোতে তাঁর সঙ্গে ম্যাক্সকে হলুদ টিশার্ট পরে দাঁড়িয়ে ফটো তুলতে দেখা যায়। অপর ফটোগুলোতে বিভিন্ন অ্যাঙ্গেলে মিমির স্কাইডাইভিং করার মুহূর্তগুলো বন্দি হতে দেখা যায়। একটি ফটোতে যেখানে মিমিকে ঝাঁপ দেওয়ার ঠিক আগের মুহূর্ত তুলে ধরতে দেখা যায়, সেখানে অপর ফটোতে তাঁকে উপযুক্ত পোশাক পরে মাঝ আকাশে ভেসে বেড়াতে দেখা যায়। ফটোগুলো দেখে এটা স্পষ্ট হয় যে, তিনি স্কাইডাইভিং খুবই আনন্দের সঙ্গে উপভোগ করেছেন।

মিমির ফটোগুলো ইতিমধ্যে প্রায় ৫০ হাজার লাইক পেয়ে গেছে। কোনো নেটিজেন তাঁকে স্বপ্নপূরণ করার শুভেচ্ছা জানিয়েছেন, তো আবার কেউ তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements