LPG Gas Cylinder Subsidy: বাতাসে উৎসবের গন্ধ এখনও বিদ্যমান। সেই ঘোরের মধ্যে থেকেই মানুষকে কাজে নামতে হচ্ছে। এইসবের মাঝেই খুশির খবর শোনাল কেন্দ্রীয় সরকার (Union Government)। সম্প্রতি প্রকাশ্যে আসার খবর অনুযায়ী, এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder) গ্রাহকদের ভর্তুকি আরও বাড়তে চলেছে।
এলপিজি গ্যাস সিলিন্ডারে ভর্তুকি (LPG Gas Cylinder Subsidy)
১. সূত্রের খবর অনুযায়ী, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা করা হতে পারে।
২. এলপিজি গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পাবেন উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) উপভোক্তারা।
৩. বর্তমানে উজ্জ্বলা গ্রাহকরা ভর্তুকি হিসাবে ৩০০ টাকা পেয়ে থাকেন।
৪. একাধিক মিডিয়ার তরফে দাবি করা হয়েছে আগামী মাসেই ভর্তুকির পরিমাণ বাড়িয়ে দেওয়া হতে পারে।
৫. এই বিষয়ে যদিও অফিসিয়াল ঘোষণা জারি করা হয়নি। পেট্রোলিয়াম মন্ত্রক ও অর্থ মন্ত্রকের কাছে ইমেল মাধ্যমে জানতে চাইলে কোনো রকমের উত্তর পাওয়া যায়নি।
কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের জন্য ভর্তুকি বাড়ায়। গত মাসের ৪ তারিখে মোদী সরকার ৯.৫ কোটি উপভোক্তাদের স্বস্তি দিতে ১০০ টাকা ভর্তুকি দেয়। এর আগেও সরকারের তরফে ২০০ টাকা ভর্তুকির কথা ঘোষণা করা হয়েছিল। আর এই কারণেই বর্তমানে ৩০০ টাকা ভর্তুকিতে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে।
বর্তমানে কলকাতা (Kolkata) ও দিল্লিতে (Delhi) ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder Price) ৯৩০ টাকায় পাওয়া যাচ্ছে। যেখানে সাধারণ মানুষকে এই দামেই কিনতে হচ্ছে, সেখানে উজ্জ্বলা গ্রাহকরা ৬০৩ টাকায় গ্যাস সিলিন্ডার কিনছেন।