Mohammed Shami: আইসিসি ওয়ার্ল্ডকাপে (ICC World Cup 2023) বিধ্বংসী অবতারে মহাম্মদ শামি (Mohammed Shami)। এশিয়া কাপ (Asia Cup) হাতছাড়া হয়ে গেলেও অস্ট্রেলিয়া সিরিজে (Australia Series) নিজের কামাল দেখান তিনি। এরপরে চলতি বিশ্বকাপে একের পর এক উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন এই ডানহাতি ফাস্ট বোলার (Right Hand Fast Bowler)।
রীতিমতো ম্যাচের দিশা বদলে দিচ্ছেন শামি। এই বিশ্বকাপে যেন তিনি অপ্রতিরোধ্য হয়ে গেছেন। বিপক্ষের ব্যাটাররা কখনও কিপারের হাতে আউট হচ্ছেন, তো কেউ বোল্ড আউটের শিকার হচ্ছেন। চারিদিকে বর্তমানে শামির বোলিং নিয়ে আলোচনা চলছে। তবে সম্প্রতি এই ফাস্ট বোলারের বিয়ের ইস্যুটি চর্চার বিষয়ে পরিণত হয়েছে। বিশ্বকাপের মাঝে এক বলিউড অভিনেত্রীর কাছে বিয়ের প্রস্তাব পেলেন শামী।
শামি পেলেন বিয়ের প্রস্তাব (Mohammed Shami got marriage proposal)
মডেল হাসিনা জাহানের সঙ্গে ডিভোর্সের মামলার নিষ্পত্তি কিছুদিন আগেই হয়েছে। বর্তমানে তিনি কন্যা সন্তানের ভরণপোষণের খরচ দিচ্ছেন। বিবাহ বিচ্ছেদের কারণে খবরের শিরোনামে থাকার পরে খেলায় দক্ষতা প্রদর্শনের দৌলতে প্রশংসায় কুড়িয়েছেন তিনি। এবার বলিউড অভিনেত্রী পায়েল ঘোষের (Payal Ghosh) বিবাহ প্রস্তাবের কারণে চর্চায় শামির নাম।
শামিকে নিয়ে পায়েলের শর্ত:
পায়েল একটি টুইটের মাধ্যমে শামিকে বিয়ের প্রস্তাব (Payal Ghosh Marriage proposal and condition) দেওয়ার পাশাপাশি কিছু শর্ত দেন। ২রা নভেম্বরে টুইট করে তিনি শামীকে সরাসরি বলেন, “তুমি নিজের ইংলিশ শুধরে নাও। আমি তোমাকে বিয়ে করার জন্য রেডি আছি”। এরপরে তিনি আরও একটি টুইট করে ৭ই নভেম্বর তারিখে। ওইদিন তিনি বলেন, “সেমি ফাইনালে নিজের সেরা দিতে শামী তোমার কী ধরণের মানসিক সাহায্য দরকার? আমাদেরকে ফাইনালে পৌঁছাতে হবে। তোমাকে হিরো হিসাবে আমি ফাইনালে দেখতে চাই”।
#Shami Tum apna English sudharlo, I’m ready to marry you 🤣🤣
— Payal Ghoshॐ (@iampayalghosh) November 2, 2023
পায়েল ঘোষ বিতর্ক (Payel Ghosh Controversy)
কিছুদিন আগে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন তিনি। তখনই তাঁর নাম দেশজুড়ে চর্চার বিষয়ে পরিণত হয়। এই ইস্যু পৌঁছে যায় আদালতেও। তারপরে তিনি রামদাস আঠাওয়ালের ফল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া নামক রাজনৈতিক দলের অংশ হন। সোশ্যাল মিডিয়ায় পায়েলকে বেশ সক্রিয় থাকতে দেখা যায়। সম্প্রতি তিনি ইজরায়েল ও হামাসের যুদ্ধে ইজরায়েলকে সমর্থনও জানান।