Vastu Tips: বাস্তুশাস্ত্রে উল্লেখিত অন্যতম কার্যকরী ও শুভ গাছ হচ্ছে মানিপ্ল্যান্ট (Money plant)। এই গাছের উপস্থিতিতে বাড়িতে অর্থ আসে, আর্থিক সংকট দূর হয় এবং একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে অনেকেই না জেনে-বুঝে বাড়িতে যেখানে সেখানে মানিপ্ল্যান্ট গাছ লাগিয়ে দেন। যার ফলে তাঁরা তেমন কোনো ভালো ফল পান না। উল্টোপাল্টা নিয়ম অবলম্বন করায় তাঁদের সমস্যা আরও বেড়ে যেতে দেখা যায়। মানিপ্ল্যান্টকে কীভাবে বাড়িতে লাগানো উচিত?বাস্তুশাস্ত্রের এমন ১০টি নির্দেশিকা এই প্রতিবেদনে তুলে ধরা হল (Money plant Vastu Tips)।
Money Plant Vastu Tips
বাড়িতে কীভাবে মানিপ্ল্যান্ট লাগানো উচিত (How we should keep money plant in our home as per vastu?)
বাস্তুশাস্ত্র মেনে বাড়িতে মানিপ্ল্যান্ট গাছ লাগালে একাধিক উপকার পাওয়া যাবে। ভাবছেন হয়তো, কীভাবে রাখা উচিত। বাড়িতে মানিপ্ল্যান্ট গাছ লাগানোর ব্যাপারে বাস্তুশাস্ত্র যা বলেছে, এখানে আলোচনা করা হল।
১. মানিপ্ল্যান্ট গাছ বাড়িতে ইতিবাচক শক্তি আকর্ষণ করে। এইজন্য এই গাছকে কখনওই বাড়ির বাইরে লাগানো উচিত নয়।
২. খেয়াল রাখতে হবে, এটি যেন বাড়ির প্রধান দরজার ভিতরে থাকে।
৩. এই গাছকে কখনওই কারোর সঙ্গে লেনদেন করবেন না। সেই ব্যক্তি যতই আপনার আপন হোক না কেন।
৪. মানিপ্ল্যান্ট গাছকে কখনওই বাড়ির উত্তর-পূর্ব দিকে রাখা উচিত নয়। এই বিশেষ দিকে মানিপ্ল্যান্ট রাখলে আর্থিক সংকট দেখা দিতে পারে।
৫. মানিপ্ল্যান্ট গাছ বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে লাগানো উচিত। এটি গণপতির দিক নামে পরিচিত। এই জন্য এইদিকে শুভশক্তি বাস করে। ফলে এইদিকে মানিপ্ল্যান্ট রাখলে বাড়ির উন্নতি হয়।
৬. মানিপ্ল্যান্টের পাতা কখনও যেন শুকিয়ে না যায়। এই গাছের পাতা সর্বদাই সতেজ সবুজ রাখার চেষ্টা করতে হবে। কোনো গাছের পাতা শুকিয়ে গেলে জলদি সেটা পাল্টে ফেলতে হবে। কারণ, মানিপ্ল্যান্ট শুকিয়ে যাওয়ার ঘটনা দুর্ভাগ্য ডেকে আনে।
৭. মাটির টবে মানিপ্ল্যান্ট রাখলে নিয়মিতরূপে পর্যাপ্ত জল দিতে হবে। এই গাছ যদি কাঁচের পাত্রে থাকে তাহলে নির্দিষ্ট দিন অন্তর জল বদলে ফেলতে হবে।
৮. বাস্তুশাস্ত্রে উপহার হিসেবে মানিপ্ল্যান্ট দিতে মানা করা হয়েছে। এমনটা করলে বাড়ির সুখ সমৃদ্ধি কমে যায়।
৯. মানিপ্ল্যান্ট গাছকে কখনও প্লাস্টিক বা ধাতুর পাত্রে রাখা যাবে না। এই গাছকে মাটির টবে বা কাঁচের পাত্রে রাখা যেতে পারে।
১০. এই গাছের শাখাপ্রশাখা যেন কখনও মাটি স্পর্শ না করে, সুতো বা দড়ি দিয়ে বেঁধে গাছটির অভিমুখ উপরের দিকে করে দিতে হবে।