রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Mosquito Repellent Tips: মশার উপদ্রবে অতিষ্ঠ? বাড়িতে লাগান এই ৬টি গাছ, মিলবে মুক্তি

Mosquito Repellent Tips: মশার কামড়ে ত্রাহি ত্রাহি রব মানুষের। এই একটা ক্ষুদ্র পতঙ্গ মানুষের ঘুম উড়িয়ে রেখে দেয়। দিন হোক বা রাত মানুষের কাছে অন্যতম আতঙ্কের নাম মশা। ক্রেন মাছির…

Advertisements

Mosquito Repellent Tips: মশার কামড়ে ত্রাহি ত্রাহি রব মানুষের। এই একটা ক্ষুদ্র পতঙ্গ মানুষের ঘুম উড়িয়ে রেখে দেয়। দিন হোক বা রাত মানুষের কাছে অন্যতম আতঙ্কের নাম মশা। ক্রেন মাছির অন্তর্ভুক্ত এই পতঙ্গ কামড় দিয়ে রক্ত শোষণ করার পাশাপাশি রোগজীবাণুও বহন করে। তাই সুস্থ থাকার জন্য বাড়িতে মশা প্রবেশ করলেই তাড়াতে হয়। কয়েল, মশারি বা ক্রিমে কিছু সময়ের জন্য মশার উপদ্রব থেকে মুক্তি পাওয়া গেলেও, পরে পারিপার্শ্বিক পরিবেশ আবার একই অবস্থায় ফিরে যেতে দেখা যায়। অনেকেই জানেন না, কিছু গাছের উপস্থিতিতে মশা দূর হয়ে পালায়, বাড়িতে টিকতে পারে না (Mosquito Repellent Plants for home)। আপনি ঘরোয়া উপায়ে মশা দূর করতে চাইলে নিম্নে দেওয়া গাছগুলোর নাম দেখে নিতে পারে (Mosquito Repellent Plants Name)।

(Mosquito Repellent Tips) কোন কোন গাছ মশা তাড়ায়?

  • চলুন জেনে নেওয়া যাক, মশা তাড়ানোর জন্য উপযুক্ত গাছগুলোর নাম (Best Mosquito Repellent Plant)।

Mosquito Repellent Tips

Advertisements

১. ল্যাভেন্ডার (Lavender): এই ফুল বহু মানুষ পছন্দ করেন। অনেকেই এর গন্ধ খুব ভালোবাসেন। এটি বাড়িতে রাখলে বাড়ির সৌন্দর্য্য বৃদ্ধির পাশাপাশি মশা তাড়ানোর কাজও হয়। মশার কাছে তীব্র গন্ধ অসহনীয়। তাই এই গাছের উপস্থিততে মশা বাড়িতে থাকতে পারে না। ল্যাভেন্ডার ফুলের গাছকে সূর্যের আলোর দিকে রাখতে হয়।

Mosquito Repellent Tips

২. গাঁদা (Marigold): এই ফুলের তীব্র গন্ধে মশা ঘরে টিকতে পারে না। এই গাছটিকে বাড়িতে দরজার কাছেই বা বাড়ির বারান্দায় লাগানো যেতে পারে। এই গাছ মাছি তাড়াতেও কার্যকরী ভূমিকা পালন করে। গাছটিকে অনায়াসে টবে বসানো যায়। গাঁদা ফুলের গাছ মশা-মাছি তাড়ানোর পাশাপাশি বাড়ির সৌন্দর্য্যও বৃদ্ধি করে।

Mosquito Repellent Tips

৩. লেমন গ্রাস (Lemon Grass): এটি মূলত ঘাস প্রজাতির গাছ। বাড়িতে লেমন গ্রাস থাকলে মশা তা সহ্য করতে পারে না। এর উগ্র গন্ধে মশা দূর হয়ে চলে যায়।

Mosquito Repellent Tips

৪. ক্যাটনিপ (Catnip): মশা তাড়াতে এই গাছ কার্যকরী ভূমিকা পালন করে। এর তীব্র গন্ধ মশা তাড়াতে সাহায্য করে। এই গাছকে বাড়ির ভেতরে লাগানো যেতে পারে।

Mosquito Repellent Tips

৫. তুলসী (Tulsi Plant): তুলসীর গন্ধ মশা দমন করতে সাহায্য করে। এই গাছ বাগানে, ছাদে বা বারান্দায় লাগানো যেতে পারে।

Mosquito Repellent Tips

৬. রোজমেরি (Rose Mary): রোজমেরির গন্ধের ধাক্কায় মশা বাড়ি থেকে ছিটকে পালায়। এই গাছকে বাড়ির ভেতরে রাখা গেলেও সূর্যের আলোয় মাঝে মধ্যে রাখতে হবে এবং জলও দিতে হবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements