রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Matchstick Puzzle: ‘7-4=2’, ১টি কাঠি সরালেই মিলে যাবে অংক, এই পাজল মেলাতে পারলেই আপনি লেজেন্ড

Matchstick Puzzle: ম্যাচস্টিক পাজলের (Matchstick Puzzle) মধ্যে দিয়ে উত্তরদাতা নিজের বুদ্ধিমত্তাকে চ্যালেঞ্জ জানাতে পারে। এই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা সবার থাকে না। কেউ কেউ নিয়ে ফেললেও মাঝ পথে খেলা ছেড়ে উঠে…

Advertisements

Matchstick Puzzle: ম্যাচস্টিক পাজলের (Matchstick Puzzle) মধ্যে দিয়ে উত্তরদাতা নিজের বুদ্ধিমত্তাকে চ্যালেঞ্জ জানাতে পারে। এই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা সবার থাকে না। কেউ কেউ নিয়ে ফেললেও মাঝ পথে খেলা ছেড়ে উঠে যান। আপনি কি এই পাজল সলভ করার চ্যালেঞ্জ নিতে পারবেন? উত্তর যদি হ্যাঁ হু, এই প্রতিবেদনে পেশ করা পাজলটি সমাধান করার চেষ্টা করে দেখতে পারেন।

Matchstick Puzzle

Advertisements

ম্যাচস্টিক পাজলের (Matchstick Puzzle) সমীকরণগুলোর দিকে তাকালে অঙ্কগুলোকে সহজ ও সরল প্রকৃতির অঙ্ক মনে হতে পারে। প্রথমে ঝলক দেখে প্রাইমারি স্কুলের অঙ্ক মনে হওয়াটাও অস্বাভাবিক কিছু নয়। তবে আপনি মনোযোগ সহকারে অঙ্কের নিয়ম মেনে খুঁটিয়ে দেখলে অঙ্কতে লুকিয়ে থাকা ভুল দেখতে পাবেন। এই যেমন আজকের প্রতিবেদনে দেওয়া পাজলে ‘7 – 4 = 2’ সমীকরণটি লেখা রয়েছে। এই সমীকরণটি প্রথমে ঠিক মনে হলেও বিয়োগ করার সময় দেখতে পাওয়া যাবে পাজলে দেওয়া সমীকরণের উত্তর গণিতের নিয়ম অনুযায়ী মিলছে না। কারণ, এই সমীকরণে ‘7’ ও ‘4’-এর বিয়োগফল ‘3’-এর পরিবর্তে ‘2’ দেওয়া হয়েছে। এক্ষেত্রে সমীকরণটিকে ঠিক করার জন্য ১টি কাঠি সরাতে হবে। এই কাজের জন্য আপনাকে ৫ সেকেন্ড সময় দেওয়া হল। আপনার সময় শুরু হচ্ছে এখন-





৫…… ব্যাস! এখানেই থামুন। কারণ, নির্ধারিত সময় শেষ হয়ে গেছে।

কি সমাধান করতে পেরেছেন? না পারলে আসুন আমরা আপনাকে সমাধান করার সহজ পদ্ধতি জানিয়ে দিচ্ছি-

Matchstick Puzzle

ভালো করে লক্ষ্য করে দেখুন ‘2’-এর বাঁ দিকে নিচের দিকে থাকা ১টি ম্যাচস্টিক সরিয়ে সেই ‘2’-এরই নিচের দিকে ডান দিকে রাখলে তা ‘3’-এর রূপ নেবে। আর ‘7 – 4 = 3’ হলে সমীকরণটির সঠিক সমাধান পাওয়া যাবে। তবে সমাধান না করতে পারলে মন খারাপ করবেন না। আমরা আবার আপনাদের জন্য নিয়ে আসব নতুন এক Matchstick Puzzle।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements