রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Matchstick Puzzle: ‘2 – 7 = 3’, ১টি ম্যাচস্টিক সরালেই মিলবে অংক, এই পাজল মেলাতে পারলে আপনি লেজেন্ড

Matchstick Puzzle: কখনও ম্যাচস্টিক ব্রেন টেস্টে অংশগ্রহণ করেছেন? যদি না করে থাকেন আজকের প্রতিবেদনে দেওয়া পাজলের চ্যালেঞ্জ নেওয়ার মাধ্যমে ম্যাচস্টিক ব্রেন টেস্টে অংশগ্রহণ করতে পারেন। এই ম্যাচস্টিক ব্রেন টেস্টের অংশ…

Advertisements

Matchstick Puzzle: কখনও ম্যাচস্টিক ব্রেন টেস্টে অংশগ্রহণ করেছেন? যদি না করে থাকেন আজকের প্রতিবেদনে দেওয়া পাজলের চ্যালেঞ্জ নেওয়ার মাধ্যমে ম্যাচস্টিক ব্রেন টেস্টে অংশগ্রহণ করতে পারেন। এই ম্যাচস্টিক ব্রেন টেস্টের অংশ হওয়ার মাধ্যমে আপনি নিজের মস্তিষ্কের কর্মক্ষমতা যাচাই করার সুযোগ পাবেন। এর মাধ্যমে আপনি আপনার বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে নয়া বিষয়ও আবিষ্কার করার সুযোগ পাবেন।

Matchstick Puzzle

Advertisements

ম্যাচস্টিক পাজলে লুকিয়ে থাকা একাধিক প্রকৃতির পাজল মানব মস্তিষ্ককে রীতিমতো খোঁচা দেয়। এই পাজল মানুষের মস্তিষ্ককে ভাবতে বাধ্য করে দেয়। এটি মস্তিষ্ককে কসরত করিয়ে কর্মক্ষমতা বাড়াতেও সাহায্য করে। শুধুমাত্র তাই নয়, ম্যাচস্টিক পাজল মানুষের জটিল সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাকেও আরও মজবুত করতে সাহায্য করে। ফলস্বরূপ, ম্যাচস্টিক পাজলের খেলায় অংশগ্রহণ করে মানুষ যদি প্রথমে হেরেও যায়, নিয়মিত খেলার মধ্যে দিয়ে পরবর্তীকালে জেতার সম্ভাবনা বেড়ে যায়।

Matchstick Puzzle

আজকের প্রতিবেদনে দেওয়া ম্যাচস্টিক পাজলের দিকে তাকালে একটি গাঢ় খয়েরি রঙের পেজের উপরে ‘2 – 7 = 3’ লেখা থাকতে দেখা যায়। এই সমীকরণটি গাণিতিকভাবে ভুল হওয়ার কারণে নির্ভুল হওয়া প্রয়োজন। এক্ষেত্রে সমীকরণটিকে ঠিক করার জন্য পেন-পেনসিল নয়, ব্যবহার করতে হবে দেশলাই কাঠি। ভেবেচিন্তে ঠিকমতো করে দেশলাই কাঠি সরিয়ে দিতে পারলেই পুরো অঙ্ক মিলে যাবে। দেখুন তো আপনি সমীকরণটি মেলাতে পারেন কিনা।

Matchstick Puzzle

মেলাতে পারলে তো খুবই ভালো। না পারলে প্রতিবেদনে দেওয়া সমাধানটি দেখতে পারেন। এক্ষেত্রে ‘7’-এর উপরের একটি দেশলাই কাঠি সরিয়ে ‘-‘ এর উপরে রাখলেই ‘-‘ চিহ্ন হয়ে যাবে ‘+’ এবং ‘7’ হয়ে যাবে ‘1’। ফলস্বরূপ, সমীকরণটি ‘2 + 1 = 3’ হয়ে যাবে, যা গাণিতিকভাবে নির্ভুল।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements