Matchstick Puzzle: ম্যাচস্টিক পাজল (Matchstick Puzzle) এক বিশেষ প্রকৃতির পাজল। এই পাজলে রহস্য ও মজা দুই রয়েছে। এক্ষেত্রে বেশ মাথা খাটিয়ে পাজল সমাধান করতে হয়। উল্লেখ্য, গণিতের যোগ-বিয়োগ জানা থাকলে ম্যাচস্টিক পাজল বিশ্লেষণ খুব একটা কঠিন বিষয় নয়। তবে সমাধান বেশ চ্যালেঞ্জিং হতে পারে।
এই প্রশ্নগুলো দেখে প্রথম ঝলকে বেশ সহজ মনে হবে। দেখে মনে হবে, এ তো সপ্তম-অষ্টম শ্রেণীর অঙ্ক। তবে যখন মনোযোগ সহকারে এই অঙ্কটির দিকে তাকাবেন, তখন ধীরে ধীরে অঙ্কতে লুকিয়ে থাকা ভুল চোখে পড়তে শুরু করবে। এই যেমন আজকের প্রতিবেদনে দেওয়া পাজলে ‘1 – 4 = 0’ সমীকরণটি লেখা রয়েছে। বিয়োগের পদ্ধতি মেনে এটি বিশ্লেষণ করলে এটি ভুল মনে হবে। কারণ, এই সমীকরণে ‘1’ ও ‘4’-এর বিয়োগফল ‘-3’ না দিয়ে ‘0’ দেওয়া হয়েছে। এক্ষেত্রে সমীকরণটিকে ঠিক করার জন্য ২টি কাঠি সরাতে হবে। এই কাজের জন্য আপনাকে ১০ সেকেন্ড সময় দেওয়া হল। আপনার সময় শুরু হচ্ছে এখন-
১
২
৩
৪
৫
৬
৭
৮
৯
১০…… ব্যাস! এবার এখানেই থামুন, আর এগোবেন না। কারণ, সময় শেষ হয়ে গেছে।
কি সমাধান করতে পারলেন? না পারলে আসুন আমরা আপনাকে সমাধান করার সহজ পদ্ধতি জানিয়ে দিচ্ছি-
ভালো করে লক্ষ্য করে দেখুন ‘0’-এর বাঁ দিকে নিচের দিকে অবস্থিত ১টি ম্যাচস্টিক সরিয়ে ‘-‘ এর উপরে বসালে তা ‘+’-এর রূপ নেবে এবং ‘0’-এর ডান দিকে উপরের দিকের ১টি কাঠি সরিয়ে ‘0’-এর মধ্যে আড়াআড়িভাবে রেখে দিলে তা ‘5’-এর আকার ধারণ করবে। আর ‘1 + 4 = 5’ হলে সমীকরণটির সঠিক সমাধান পাওয়া যাবে। তবে সমাধান না করতে পারলে মন খারাপ করবেন না। আমরা আবার আপনাদের জন্য নিয়ে আসব নতুন এক Matchstick Puzzle।