Matchstick Puzzle: ম্যাচস্টিক পাজল (Matchstick Puzzle) কিন্তু মোটেই সহজ পাজল নয়। তবে আপনি যদি এটিকে সহজ পাজল ভেবে থাকেন, তাহলে সীমিত সময়ে পাজলটিকে সমাধান করার চেষ্টা করে দেখুন। এই প্রতিবেদনেই একটি চ্যালেঞ্জিং ম্যাচস্টিক পাজল দেওয়া হয়েছে। দেখুন, সীমিত সময়ে সমাধান করতে পারেন কিনা।
এই যেমন আজকের প্রতিবেদনে লিখিত সমীকরণটি হল ‘1 – 2 = 7’। হঠাৎ দেখলে মনে হবে সমীকরণটিতে কোনো ভুল নেই, এর মধ্যে কোনো প্রকারেরও গাণিতিক সমস্যা লুকিয়ে যেই। কিন্তু গণিতের বিয়োগ করার নিয়ম মেনে সমাধান করার সময় বোঝা যাবে, সমীকরণটির উত্তর ভুল দেওয়া রয়েছে। কারণ, এতে ‘1’ ও ‘2’-এর বিয়োগফলরূপে ‘-1’ না দিয়ে ‘7’ দেওয়া হয়েছে। এক্ষেত্রে সমীকরণটিকে সম্পূর্ণ নির্ভুল করার জন্য ১টি কাঠি সরাতে হবে। এই কাজের জন্য আপনাকে ৬ সেকেন্ড সময় দেওয়া হল। আপনার সময় শুরু হচ্ছে এখন-
১
২
৩
৪
৫
৬…… ব্যাস! এবার এখানেই থেমে যেতে হবে। আপনার সময় শেষ।
শেষ পর্যন্ত সমাধান করতে পারলেন? না পারলে আসুন আমরা আপনাকে সমাধান করার সহজ পদ্ধতি জানিয়ে দিচ্ছি-
ভালো করে লক্ষ্য করে দেখুন ‘7’ এর একদম উপরে থাকা ১টি ম্যাচস্টিক সরিয়ে দিলে তা ‘1’ হয়ে যাবে এবং সেই সরানো কাঠিটি ওই ‘1’-এরই বাঁ দিকে অর্থাৎ ‘1’-এর পাশে আড়াআড়িভাবে রেখে দিলে তা ‘-‘ এর আকার ধারণ করবে। ফলে সমীকরণের ডানদিকে থাকা ‘7’ রূপ নেবে ‘-1’এর। আর ‘1 – 2 = -1’ হলে সমীকরণটির সঠিক সমাধান পাওয়া যাবে। তবে সমাধান না করতে পারলে মন খারাপ করবেন না। আমরা আবার আপনাদের জন্য নিয়ে আসব নতুন Matchstick Puzzle।