Voter Card: ভারতীয় নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ নথি হল ভোটার কার্ড (Voter Card)। আধার কার্ডের প্রচলন শুরু হওয়ার পর থেকেই এর ব্যবহার কিছুটা কমে যায়। যদিও এখনও বহু গুরুত্বপূর্ণ কাজে এই কার্ডের দরকার পড়ে। সর্বোপরি ভোট দেওয়ার সময়ে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভোটার কার্ড (Voter Card) যেহেতু ভারতের বাসিন্দাদের অন্যতম গুরুত্বপূর্ণ নথি, তাই এই কার্ডের ব্যাপারে সবারই সতর্ক থাকা উচিত। জানিয়ে রাখি, ভারতীয় সংবিধান ধারা ১৭ অনুযায়ী একজন ব্যক্তি বৈধভাবে শুধুমাত্র একটি ভোটার কার্ডই ধারণ করতে পারবেন। এবার কেউ যদি নিজের নাম একাধিক ভোটার কার্ড বানিয়ে রাখেন, তাহলে তাঁর জেল পর্যন্তও হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে জরিমানাও দিতে হতে পারে। অর্থাৎ একের বেশি ভোটার কার্ড রাখা যাবে না। এই ইস্যুতে তিস হাজারির আদালতের তরফে একটি নির্দেশিকা জারি করে একাধিক ভোটার কার্ড কেন্দ্রীক কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়। একাধিক ভোটার কার্ড থাকলে কী করা উচিত? কীভাবে করা উচিত? সবটাই এই প্রতিবেদনে বর্ণনা করা হল।
একাধিক ভোটার কার্ড থাকলে কী করবেন?(What to do if you have multiple voter cards?)
১. কারোর যদি অতিরিক্ত ভোটার কার্ড থেকে থাকে, তাহলে সেটি শীঘ্রই বাতিল করতে হবে।
২. ভোটার কার্ড বাতিল করার জন্য সঠিক পদ্ধতি গ্রহণ করতে হবে এবং সেটি বাতিলের কাজ সম্পন্ন করতে হবে।
কীভাবে বাতিল করতে হবে? সবটাই এই প্রতিবেদনে নীচে তুলে ধরা হল।
অতিরিক্ত ভোটার কার্ড বন্ধ করার উপায়(How to Cancel Extra Voter Card?)
১. ইচ্ছুক ব্যক্তিকে প্রথমে যেতে হবে ভারতের নির্বাচন দফতরে।
২. উক্ত অফিসে যাওয়ার পরে একটি আবেদনপত্র তুলতে হবে। সেই আবেদনপত্রটি ৭ নং ক্যাটাগরির হতে হবে।
৩. আবেদনপত্রটি পূরণ করে বিএলও (BLO) এবং এসডিএম (SDM) অফিসে জমা করতে হবে।
৪. আবেদনপত্রটি জমা করার কাজ সম্পন্ন হয়ে গেলেই কিছুদিনের মধ্যে ভোটার কার্ড আইনিভাবে পাওয়া যাবে।