Ration Card: ব্লক হচ্ছে কোটি কোটি রেশন কার্ড (Ration Card)। দাবি করা হচ্ছে ই-কেওয়াইসি না করার কারণে রেশন কার্ডগুলো ব্লক (Ration Card Blocked) করা হচ্ছে। আপনার নাম এই তালিকায় (Ration Card Block List) নেই তো? একনজরে দেখে নিন এই প্রতিবেদন।
সম্প্রতি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) বিরুদ্ধে উঠেছে রেশন বন্টন কেন্দ্রীক দুর্নীতির অভিযোগ। এই অভিযোগের জেরে গত শুক্রবারে গ্রেফতার হয়েছেন তিনি। দুর্নীতির অভিযোগে জড়িয়ে ইডির হাতে গ্রেফতার হয়ে বর্তমানে খবরের শিরোনামে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। খাদ্য ভবনের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের খাদ্যমন্ত্রী পদে থাকার সময়ে মোট ১০ কোটি রেশন কার্ড ছিল পশ্চিমবঙ্গে। এরপরে ২০২১ সালে খাদ্যমন্ত্রী হন রথীন ঘোষ। তারপরেই সেই বছরে প্রায় ১ কোটি ৬৬ লক্ষের মতো রেশন কার্ড ব্লক লিস্টে যায়।
বাতিল হচ্ছে রেশন কার্ড? (Is Ration Card getting Cancelled?)
অনেক ভাবছেন হয়তো রেশন কার্ড বাতিল হচ্ছে। জানিয়ে রাখি, রেশন কার্ড মোটেই বাতিল করা হচ্ছে না, পরিবর্তে ‘ব্লক’ করা হচ্ছে। ‘ব্লক’ হয়ে যাওয়া রেশন কার্ডগুলিকে (Blocked Ration Card) ওয়েবসাইটে লাল মার্ক করে দেখানো হচ্ছে। ‘ব্লকড রেশন কার্ড’ ইস্যুতে খাদ্য দফতরের বক্তব্য, “কেওয়াইসি না করানোর কারণে রেশন কার্ডগুলোকে ‘ব্লক’ করা হয়েছে। কোনো রেশন কার্ড হোল্ডারের কার্ড ব্লক হয়ে থাকলে তিনি যদি সঠিক ও বৈধ প্রমাণ দিতে পারেন, তাহলে তাঁর কার্ডকে পুরোনো অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। অর্থাৎ, ‘ব্লক’ হয়ে যাওয়া রেশন কার্ডকে ‘আনব্লক’ করে দেওয়া হবে (How to Unblock Ration Card?)”।
রেশন কার্ড ব্লক করার উদ্দেশ্য: (Purpose behind blocking ration card)
কেওয়াইসি না করা ব্যক্তিরা যাতে শীঘ্রই ই-কেওয়াইসির কাজ সম্পন্ন করেন, তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি সরকারের।