রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

২০২৪ সালে একগুচ্ছ ছুটি পাবে সরকারি কর্মীরা, তালিকা প্রকাশ করল নবান্ন

Holiday List of 2024: ২০২৩ সাল শেষ হয়ে গেল বলে! হাত গুনে মাত্র এক মাস! এরপরেই শুরু হয়ে যাবে নতুন বছর ২০২৪। আগামী বছরে একগুচ্ছ ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা।…

Advertisements

Holiday List of 2024: ২০২৩ সাল শেষ হয়ে গেল বলে! হাত গুনে মাত্র এক মাস! এরপরেই শুরু হয়ে যাবে নতুন বছর ২০২৪। আগামী বছরে একগুচ্ছ ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এই বিষয়ে ইতিমধ্যে নবান্নের তরফে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। চলুন এই ছুটির তালিকাতেই একবার নজর দেওয়া যাক (West Bengal Full Holiday List 2024)।

 Holidays In 2024

Advertisements

২০২৪ সালের ছুটির তালিকা: (Holiday List of 2024)

● ১২ জানুয়ারি: এদিন পড়েছে শুক্রবারে। ওইদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন আছে।
● ২৩ জানুয়ারি: এদিন পড়েছে মঙ্গলবারে। ওইদিন নেতাজী জয়ন্তী আছে।
● ২৬ জানুয়ারি: এদিন পড়েছে শুক্রবারে। ওইদিন প্রজাতন্ত্র দিবস আছে।
● ২৫ মার্চ: এদিন পড়েছে সোমবারে। ওইদিন দোলযাত্রা আছে।
● ২৯ মার্চ: এদিন পড়েছে শুক্রবারে। ওইদিন গুড ফ্রাইডে আছে।
● ১১ এপ্রিল: এদিন পড়েছে বৃহস্পতিবারে। ওইদিন ঈদ-উল-ফিতর আছে।
● ১লা মে: এদিন পড়েছে বুধবারে। ওইদিন শ্রমিক দিবস আছে।
● ৮ মে: এদিন পড়েছে বুধবারে। ওইদিন রবীন্দ্র জয়ন্তী আছে।
● ২৩ মে: এদিন পড়েছে বৃহস্পতিবারে। ওইদিন বুদ্ধ পূর্ণিমা আছে।
● ১৭ জুন: এদিন পড়েছে সোমবারে। ওইদিন ঈদ-উজ-জোহা আছে।
● ১৭ জুলাই: এদিন পড়েছে বুধবারে। ওইদিন মহরম আছে।
● ১৫ আগস্ট: এদিন পড়েছে বৃহস্পতিবারে। ওইদিন স্বাধীনতা দিবস আছে।
● ২ অক্টোবর: এদিন পড়েছে বুধবারে। ওইদিন গান্ধী জয়ন্তী ও মহালয়া দুটোই একসঙ্গে আছে।
● ১০ অক্টোবর: এদিন পড়েছে বৃহস্পতিবারে। ওইদিন দুর্গাপুজোর সপ্তমী আছে।
● ১১ অক্টোবর: এদিন পড়েছে শুক্রবারে। ওইদিন দুর্গাপুজোর অষ্টমী ও নবমী উভয়ই আছে।
● ১২ অক্টোবর: এদিন পড়েছে শনিবারে। ওইদিন দুর্গাপূজার দশমী আছে।
● ১৬ অক্টোবর- এদিন পড়েছে বুধবারে। ওইদিন লক্ষ্মীপুজো আছে।
● ৩১ অক্টোবর- এদিন পড়েছে বৃহস্পতিবারে। ওইদিন কালীপুজো আছে।
● ১৫ নভেম্বর- এদিন পড়েছে শুক্রবারে। ওইদিন গুরু নানকের জন্মদিন আছে।
● ২৫ ডিসেম্বর- এদিন পড়েছে বুধবারে। ওইদিন ক্রিসমাস আছে।

Holiday List of 2024

এছাড়াও, আরও কিছু অতিরিক্ত ছুটি দেওয়া হয় পশ্চিমবঙ্গে। এই তালিকায় রয়েছে রাখিবন্ধন, শিবরাত্রি, জন্মাষ্টমী, শবেবরাত, ছটপুজো, ভাইফোঁটা ও করমপুজোর মতো ছুটিগুলো।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements