Vastu Tips: এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, যিনি নিজের বাড়িতে সুখশান্তি চান না। সবাই চান, তাঁর বাড়িতে যেন সুখশান্তি বজায় থাকুক এবং সমৃদ্ধির আগমন ঘটুক। অনেক সময়ে শত প্রচেষ্টা করলেও তা বিফল হতে দেখা যায়। তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু গাছ রয়েছে যা বাড়িতে থাকলে সুখশান্তি বজায় রাখতে সাহায্য করে।
আজকের প্রতিবেদনে আলোচনা করা হচ্ছে পারিজাত ফুল গাছকে কেন্দ্র করে। নিম্নে এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হল।
বাস্তুমতে বাড়িতে পারিজাত ফুল গাছ থাকার উপকারিতা:
১. বাড়িতে পারিজাত ফুলের উপস্থিতি ভালো বার্তা বহন করে। এই ফুলের গাছ বাড়িতে থাকলে নানান রকমের সমস্যা উল্টো পথে হাঁটা দেয়। দাবি করা হয়, এটি দেবী লক্ষ্মীর প্রিয় গাছ। আর তাই যে বাড়িতে পারিজাত ফুল গাছ থাকে, সেই বাড়িতে মা লক্ষ্মী বাস করেন। ফলস্বরূপ, বাড়ির সদস্যদের উপরে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। এই গাছটিকে বাড়ির উত্তর-পূর্ব দিকে লাগালে তা বাড়ির জন্য অত্যন্ত ভালো।
২. পারিজাত গাছ বাড়িতে থাকলে সুখশান্তি বজায় থাকে এবং আর্থিক সমৃদ্ধি দেখা যায়।
৩. বাড়িতে বসবাসকারী পরিবারে স্বাস্থ্যের উপরেও প্রভাব ফেলে পারিজাত গাছের উপস্থিতি। তবে এটি নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব ফেলে। আয়ুর্বেদশাস্ত্রে এই গাছের কথা উল্লেখ করা হয়েছে। এই গাছের ফুল থেকে নানান রকমের ওষুধ তৈরি হয়।
৪. এই গাছ বাড়িতে ইতিবাচক শক্তি টানে। আর এই কারণে বাড়িতে ঝগড়া-বিবাদ হয় না, ফলে শান্তি বজায় থাকে।
৫. বাড়ির পারিজাত গাছ থাকলে নেতিবাচক শক্তি বাড়িতে টিকতে পারে না। দূর হয়ে চলে যায়।
৬. বাড়িতে এই গাছ থাকলে মানসিক শান্তি বজায় থাকে। যার ফলে মানুষের মন সুস্থ থাকে। এই ফুলের গাছ বাড়িতে থাকলে মানুষের মন ভালো থাকে।