Vastu Tips: বহু মানুষ বাড়িতে গাছ লাগাতে পছন্দ করেন। বেশিরভাগ জনেরই পছন্দের তালিকায় ফুলগাছ থাকে। কেউ বাড়ির সাজানোর জন্য ফুলগাছ খোঁজেন, আবার কেউ বাড়ির বাস্তু ভালো রাখার জন্য গাছের খোঁজ করে থাকেন। এমন একটি গাছ আছে, যেটির ফুল সুমিষ্ট গন্ধ ছড়ানোর পাশাপাশি দেখতেও খুব সুন্দর এবং বাস্তুমতেও বাড়ির জন্যেও ভালো। এখানে কথা বলা হচ্ছে শিউলি গাছকে নিয়ে। নিম্নে বিস্তারিতভাবে এই গাছের উপকারিতা (বাস্তুমতে) সম্পর্কে আলোচনা করা হল।
বাস্তুমতে শিউলি ফুল গাছ লাগানোর উপকারিতা:
১. মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়: পৌরাণিক কাহিনী অনুযায়ী এই গাছের জন্ম হয়েছে সমুদ্র মন্থন হওয়া থেকে। দাবি করা হয়, এই গাছে মা লক্ষ্মীর বাস থাকে। এই কারণে যে বাড়িতে শিউলি গাছ থাকে, সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়।
২. বাস্তু দোষ দূরীভূত হয়: বাস্তু দোষ দূর করতে চাইলে এই গাছ কাজে লাগতে পারে। বাস্তুমতে বাড়িয়ে সঠিক দিকে শিউলি গাছ লাগালে বাড়িতে সুখসমৃদ্ধির অভাব হয় না।
৩. বাড়িতে ইতিবাচক শক্তি আসে: এই গাছটিকে বাড়ির উত্তর-পূর্ব দিকে লাগালে তা বাড়ির জন্য অত্যন্ত ভালো। এমনটা করলে বাড়িতে ইতিবাচক শক্তির আগমন ঘটে। এর উপস্থিতিতে বাড়িতে অশান্তি কমে এবং পরিবারের সদস্যরা উন্নতির মুখ দেখে। এই গাছ মন্দিরের কাছে লাগালে ভালো ফল পাওয়া যায়।
৪. ক্লান্তি দূর হয়: শিউলি ফুলের গন্ধ মাতিয়ে দেওয়ার মতো। এর সুমিষ্ট গন্ধ মানসিক চাপ কমাতে সাহায্য করে।
৫. স্বাস্থ্য ভালো রাখে: বাড়িতে শিউলি গাছের উপস্থিতি বাড়ির সদস্যদের জন্য খুবই ভালো। কারণ এই গাছের উপস্থিতিতে পরিবারের সদস্যদের স্বাস্থ্য সমস্যা দূর হয় এবং শরীর ভালো থাকে। এই গাছের কারণে মা লক্ষ্মীর কৃপা পাওয়ার সৌভাগ্য পান বাড়ির সদস্যরা। ফলস্বরূপ, দীর্ঘায়ু পাওয়া যায়। এই ফুলের উপকারিতার কথা আয়ুর্বেদ শাস্ত্রেও লেখা রয়েছে।
(Vastu Tips) কোনদিকে শিউলি ফুল গাছ লাগানো উচিত নয়?
শিউলি গাছকে বাড়ির যেখানে-সেখানে লাগানো যায় না। বাস্তুমতে, নির্দিষ্ট দিকে লাগাতে হবে। ভুলেও এই গাছকে কখনও বাড়ির দক্ষিণ দিকে লাগানো যাবে না। এমনটা করলে বাড়িতে অশুভ শক্তির আগমন ঘটতে পারে।