Viral Video: আবারও ভাইরাল নিরহুয়া ও আম্রপালির গানের ভিডিও। এই ভিডিওতে দুইজনকে উষ্ণ রোম্যান্সে মেতে থাকতে দেখা যায়। এই ভিডিও বহু দর্শকের ঘুম উড়িয়ে দিয়েছে। আম্রপালির আবেদনময়ী মুভ নেটিজেনদেরকে এক মুহূর্তের জন্যেও ভিডিও থেকে নজর সরাতে দেয়নি। এমনিতেই নিরহুয়া ওরফে দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ও আম্রপালির দুবের (Amrapali Dubey) জুটি দর্শকদের খুব প্রিয়। দুইজনে শুধুমাত্র যে দুর্দান্ত অভিনয় করেন, তা নয়। এই জুটি খুব সুন্দরভাবে ডান্সও করতে পারে। যার ফলে এই জুটির ভিডিওতে দর্শকরা জমিয়ে মজা নিতে পারেন। সম্প্রতি এই জনপ্রিয় জুটিরই একটি গানের ভিডিও ভাইরাল হতে দেখা গেল। আপনি কি ভিডিওটি দেখেছেন?
ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ডব্লিউ ডব্লিউ ডব্লিউ হামার ভোজপুরীয়া’ (WWW Hamar Bhojpuria) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। এই চ্যানেল থেকে পোস্ট হওয়া ভিডিওতে নিরহুয়া ও আম্রপালিকে উষ্ণতায় মোড়া রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘কারেলা মান পাট যায়ী’ (Karel Man Pat Jayee) গান। আর এই গানেতেই রাতের অন্ধকারে ফাঁকা রাস্তার মাঝে কোনো এক বাস স্টপেজে দাঁড়িয়ে দুইজনকে এক অপরের সঙ্গে রোম্যান্স করতে দেখা যায়।
ভিডিওটিতে আম্রপালির পরণে দেখা যায় উজ্জ্বল সোনালি রঙের গ্লাস হাতা ব্লাউজ ও চুমকি লাগানো গাঢ় সবুজ রঙের শাড়ি। হাতে সোনালি ও সবুজ রঙের চুড়ি, কানে সোনালি রঙের কানের দুল পরিহিত অবস্থায় আম্রপালিকে খুবই সুন্দর লাগছিল দেখতে। মিড লেন্থের খোলা চুল বৃষ্টিতে ভিজিয়ে নিরহুয়ার সঙ্গে ডান্স করে দর্শকদের ঘাম ঝরিয়ে দেন আম্রপালি।
ভিডিওর ক্যাপশনে লেখা থাকে, “দীনেশ লাল ও আম্রপালি কা বর্ষাতওয়ালা হট গানা”। এই ভিডিওটি ১.৯ কোটি মানুষ দেখে ফেলেছেন এবং ৪১ হাজার মানুষ পছন্দ করেছেন। আম্রপালির সৌন্দর্য থেকে নজর ফেরাতে পারেননি পুরুষ ভক্তরা। ভিডিওর কমেন্ট বক্স আগুন ও লাভ ইমোজিতে ভরে যেতে দেখা গিয়েছে।