Viral Video: ভোজপুরী গানের চাহিদা দিনের পর দিন বাড়ছে বৈকি কমছে না। দেশজুড়ে ভোজপুরী গানের (Bhojpuri Song) চাহিদা বৃদ্ধি পেতে দেখা গিয়েছে। এই গানের উচ্চ স্বরে মিউজিক ও বিট ভোজপুরী গান প্রেমীদের আকর্ষণ করার অন্যতম কারণ। তবে আজকাল শুধুমাত্র ভোজপুরী গানই নয়, ভোজপুরী সিনেমার ভিডিও ক্লিপও ভাইরাল (Bhojpuri Viral Video Song) হতে দেখা গিয়েছে।
ভোজপুরী গানের ভিডিও দেখেন ও সিনেমা পছন্দ করেন কিন্তু দীনেশ লাল যাদব ও আম্রপালির নাম শোনেননি এমনটা হওয়া হয়তো সম্ভব নয়। তাঁদের স্ক্রিন প্রেজেন্স এতটাই আকর্ষণীয় যে মুহূর্তের জন্যেও দর্শকরা পর্দা থেকে নজর ফেরাতে পারেন না। সম্প্রতি এই জুটিরই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে দাঁড়াল।
সম্প্রতি দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে নিরহুয়ার (Nirahua) ও আম্রপালি দুবের (Amrapali Dubey) এক ভিডিও ভাইরাল হতে দেখা গেল। ভিডিও শুরু হতেই আম্রপালিকে রঙিন ফ্লোরাল প্রিন্টযুক্ত কালো রঙের সালোয়ার কামিজ পরে কোনো এক খোলা জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অপরদিকে নিরহুয়াকে কিছুক্ষণের মধ্যেই পুলিশের পোশাকে দেখতে পাওয়া যায়। এরপরে ভিডিওতে বিভিন্ন ঘটনা দেখানো হয়। উক্ত ঘটনাগুলোকে নিয়েই ভিডিওটি এগোতে থাকে। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘প্রিয়া ভোজপুরী’ (Priya Bhojpuri) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। এই ভিডিওটি বহু মানুষ দেখে ফেলেছেন এবং অসংখ্য মানুষ পছন্দ করেছেন। প্রায় ৭.৫ মিলিয়ন মানুষ ভিউ দিয়েছেন এবং ২০ হাজারের অধিক মানুষ লাইক দিয়েছেন।
ভিডিওটির কমেন্ট বক্স প্রশংসায় ভরে গিয়েছে। কেউ অভিনেত্রী আম্রপালির সৌন্দর্য ও অভিনয়ের প্রশংসা করেছেন, তো কেউ দীনেশ লাল যাদবের অভিনয়ের গুণগান গেয়েছেন। লাল রঙের হার্ট ইমোজিতে ভরে যেতে দেখা গিয়েছে পোস্টের কমেন্ট বক্স।