রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Nondini Chatterjee: শরীরে ছুটছে আগুন! শাড়ি-ব্লাউজ খুলে ছবি দিলেন নন্দিনী চট্টোপাধ্যায়, ছি ছি নেটপাড়ায়

Nondini Chatterjee: পর্দায় দজ্জাল শাশুড়ির পরিচয় পেয়েছেন নন্দিনী চট্টোপাধ্যায় (Nondini Chattopadhyay)। শাড়ি পরে নির্দয়ী চরিত্রের ভূমিকায় অভিনয় করছেন তিনি। ধারাবাহিকের চরিত্র ও অভিনয়ের দৌলতে বেশ চর্চায় রয়েছে তাঁর নাম। সম্প্রতি…

Advertisements

Nondini Chatterjee: পর্দায় দজ্জাল শাশুড়ির পরিচয় পেয়েছেন নন্দিনী চট্টোপাধ্যায় (Nondini Chattopadhyay)। শাড়ি পরে নির্দয়ী চরিত্রের ভূমিকায় অভিনয় করছেন তিনি। ধারাবাহিকের চরিত্র ও অভিনয়ের দৌলতে বেশ চর্চায় রয়েছে তাঁর নাম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়ে পরিণত হলেন অভিনেত্রী। তবে এবার বিষয়টা অভিনয় বা সিরিয়ালকে কেন্দ্র করে নয়, তাঁর ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে।

ভাইরাল হল নন্দিনীর ব্যক্তিগত ছবি। সিরিয়ালের শুটের বাইরে ছুটি কাটাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত। ফটোগুলো প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল (Nondini Chattopadhyay Viral Photo) হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। আপনি কি ফটোগুলো দেখেছেন?

Advertisements

নন্দিনী সম্প্রতি দেখা দিলেন বিকিনি অবতারে। সমুদ্রের মাঝে বছর ষোলোর কিশোরীর মতো দৌড়ে বেড়ালেন ‘তোতার শাশুড়ি’। উথালপাথাল হতে থাকা সমুদ্রের ঢেউয়ের মাঝে ফ্লোরাল প্রিন্টের হলুদ-নীল-সাদা রঙের বিকিনি পরিহিত অবস্থায় স্কার্ফ নিয়ে খেলা করতে দেখা যায় তাঁকে। বিকিনির নেকলাইন বেশ ডিপ থাকার কারণে তাঁর বক্ষবিভাজিকা স্পষ্ট দেখতে পাওয়া যায়। পুরোপুরি বোল্ড লুকে ধরা দিলেন তিনি।

ফটোগুলো পোস্ট করেছেন খোদ নন্দিনী। সঙ্গে ক্যাপশনে লেখেন, “অনুমান করুন দেখি, এটা কোন সমুদ্র সৈকত। নামটা কিন্তু গোয়া নয়”। ফটোগুলোর মধ্যে কোনোটাতে তাঁকে জলের সঙ্গে খেলা করতে দেখা যায়, আবার কোনোটাতে তাঁকে সোজা দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিতে দেখা যায়। একটি ফটোতে আবার তিনি সমুদ্রের ধারে বসে কাঁধে স্কার্ফ দিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দেন।

Nondini Chatterjee

অভিনেত্রীর ফটোকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। নন্দিনীর বিকিনি পরিহিত বোল্ড লুক নেট জগৎকে কার্যত দুই ভাগে ভাগ করে দিয়েছে। কেউ তাঁর প্রশংসা করেছেন, তো কেউ করেছেন নিন্দা। কেউ লেখেন, “বিচের দিকে তাকানো মুশকিল”, তো কেউ লেখেন, “বয়স তো উল্টো দিকে হাঁটা দিচ্ছে”। এর পাশাপাশি এক নেটিজেন কটাক্ষ করে লেখেন, “থলথলে চেহারায় এই পোশাকে সামনে আসতে লজ্জা করে না?”

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements