Surrender Ration Card: রেশন কার্ড কেন্দ্রীক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ্যে। সম্প্রতি রেশন কার্ড বাতিল করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার (Central Government)। সরকারের তরফে জানানো হয়েছে, কিছু বিশেষ ক্যাটাগরির অন্তর্ভুক্ত ব্যক্তিদের শীঘ্রই রেশন কার্ড সারেন্ডার (Ration Card Surrender) করতে হবে। না করলে কড়া শাস্তির মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট রেশন কার্ড হোল্ডাররা।
কাদের রেশন কার্ড সারেন্ডার করতে হবে?(Surrender Ration Card)
বহু মানুষই আছেন, যারা বিনামূল্যে রেশন সামগ্রী পাওয়ার যোগ্য নন, কিন্তু উপভোগ করছেন। এই প্রকৃতির মানুষদেরকেই রেশন কার্ড সারেন্ডার করতে বলা হয়েছে। কারণ, অযোগ্য মানুষেরা রেশন কার্ড ব্যবহার করে বিনামূল্যে রেশন সামগ্রী নেওয়ার কারণে প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছে সরকার এবং পরোক্ষভাবে প্রভাবিত হচ্ছে ভারতের সাধারণ জনগণ। সাধারণ মানুষকে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার জন্য সরকারকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করতে হয়। এক্ষেত্রে রেশন উপভোক্তার সংখ্যা ও চাহিদার কথা মাথায় রেখে সামর্থ্যের মধ্যে বরাদ্দ অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়। এবার, এর মধ্যে যারা আর্থিকভাবে স্বচ্ছল কিন্তু বিনামূল্যে রেশন নিয়ে থাকেন, তাঁদের জন্য বহু যোগ্যরা তাঁদের প্রাপ্য রেশন সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত হন। এই সমস্যা ঠিক করতেই কড়া পদক্ষেপ নেওয়া হল কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে।
বিনামূল্যে রেশন সামগ্রী পাওয়ার উপযুক্ত না হলেও তা নেওয়ার ঘটনাকে দুর্নীতিমূলক কার্যকলাপ বলে দাবি করা হয়েছে সরকারের তরফে। এই কার্যকলাপে যারাই বর্তমানে জড়িয়ে রয়েছে, তাঁদেরকে রেশনকার্ড বাতিল তথা সারেন্ডার করতে বলা হয়েছে।
যোগ্য না হয়েও রেশন কার্ড সারেন্ডার না করলে কী হবে? (What will happen if a ineligible person doesn’t surrender their ration card?)
১. কোনো ব্যক্তি যদি বিনামূল্যে রেশন সামগ্রী নেওয়ার অনুপযুক্ত হওয়ার পরেও তা নিয়ে থাকেন, তাহলে তাঁদের রেশন কার্ড খাদ্য দফতর নিজে বাতিল করে দেবে।
৩. এছাড়াও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপও নিতে পারে খাদ্য বিভাগের দল।
৪. রেশন সামগ্রী বিনামূল্যে নেওয়ার যোগ্যতা প্রসঙ্গে খাদ্য বিভাগের তরফে স্পষ্টভাষায় জানিয়ে দেওয়া হয় যে, কারোর নিজের বাড়ি বা গাড়ি থাকলে, সেই ব্যক্তি ফ্রীর রেশন সামগ্রী উপভোগ করার যোগ্য নন।