রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

মানিব্যাগে এই 20 টাকার নোট থাকলেই পেয়ে যাবেন ১২ লক্ষ টাকা, বিক্রির জন্য হইচই শুরু হয়েছে

Old Note Sell: মূল উপার্জনের পাশাপাশি বহু মানুষই অতিরিক্ত টাকা উপার্জন করতে চান। বাড়িতে পুরোনো নোট থাকলে খুব সহজেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করা যায়। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি।…

Advertisements

Old Note Sell: মূল উপার্জনের পাশাপাশি বহু মানুষই অতিরিক্ত টাকা উপার্জন করতে চান। বাড়িতে পুরোনো নোট থাকলে খুব সহজেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করা যায়। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। একটি গোলাপি রঙের কুড়ি টাকার নোট বিক্রি করেও মোটা টাকা আয় করা যায়। নিম্নে এই বিষয়ে বিস্তারে আলোচনা করা হল। (How to earn money by selling note?)

Old Note Sell

Advertisements

 

মানুষ কুড়ি টাকার নোট কিনবে কেন? (Old Note Sell)

১. বিশ্ববাজারে এমনকিছু ওয়েবসাইট আছে যেখানে পুরোনো নোট বা কয়েনের বিক্রিবাটা চলে। এই সমস্ত জায়গায় পুরোনো নোট বা কয়েন বিক্রি করতে পারলে মোটা টাকা আয় করা সম্ভব।
২. কুড়ি টাকার নোট বিক্রি করার জন্য বাজারের চাহিদা পূরণ করা জরুরী। চাহিদা অনুযায়ী, ২০ টাকার নোটে ৭৮৬ লেখা থাকতে হবে। মুসলিম সম্প্রদায়ে ৭৮৬ নম্বরকে পবিত্র বলে মনে করা হয়।
৩. আপনার কাছে যদি ৭৮৬ সম্পন্ন একটি কুড়ি টাকার গোলাপি রঙের নোট থাকে তাহলে আপনি বাড়িতে বসেই ৪ লক্ষ টাকা আয় করতে পারেন। এমন ৩টে নোট থাকলে তো আপনি ১২ লক্ষ টাকাও আয় করতে পারেন। কীভাবে কোথায় বিক্রি করতে হবে? তা নীচে উল্লেখ করা হল।

Old Note Sell

 

কোথায় বিক্রি করতে হবে? (Old Note Sell)

১. ২০ টাকার নোট বিক্রি করতে পারলে আপনি মোটা টাকার আয় করতে পারেন।
২. কুড়ি টাকার নোট বিক্রি করার জন্য আপনাকে যেতে হবে কুইকার (Quicker) ওয়েবসাইটে।
৩. ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করতে হবে।
৪. এরপরে কুড়ি টাকার নোটের একটি ফটো আপলোড করতে হবে।
৫. ফটোটি আপলোড করার পরে তা ইচ্ছুক ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করলে তাঁরা কিনতে চাইবেন। তখন আপনি আপনার ইচ্ছে মতো দর ঠিক করে মোটা টাকা উপার্জন করতে পারেন।

জানিয়ে রাখি, এই ওয়েবসাইট কখনওই নোট বিক্রির কাজে উৎসাহ দেয় না। এই প্রতিবেদনে শুধুমাত্র উপলব্ধ তথ্য শেয়ার করা দেওয়া হয়েছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements