রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: জনপ্রিয় হিন্দি গানে উদ্দাম নাচ ঠাকুমার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় নানান রকমের ভিডিও ভাইরাল (Social Media Viral Video) হয়ে থাকে। ভাইরাল ভিডিওর (Viral Video) তালিকায় হাসির ভিডিও থেকে শুরু করে নাচ-গান সবকিছুরই ভিডিও দেখতে পাওয়া যায়। কিছু কিছু…

Advertisements

সোশ্যাল মিডিয়ায় নানান রকমের ভিডিও ভাইরাল (Social Media Viral Video) হয়ে থাকে। ভাইরাল ভিডিওর (Viral Video) তালিকায় হাসির ভিডিও থেকে শুরু করে নাচ-গান সবকিছুরই ভিডিও দেখতে পাওয়া যায়। কিছু কিছু ভিডিও আবার নাচ ও হাসির কম্বোপ্যাক হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে এক বুড়িমাকে ট্রেন্ডিং গানে কোমর দোলাতে দেখা গেছে। এই ভিডিও দেখে নেটিজেনরা অবাক হয়ে গেছেন। ভিডিওটি কি আপনি দেখেছেন?

Viral Video

Advertisements

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘শুভাশিস মাল’ (Subhashis Mal) নামক এক ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে। ভিডিওটি মূলত একটি শর্ট ভিডিও, কোনো বড়ো ভিডিও নয়। ভিডিওটিতে বুড়িমাকে সাদা রঙের শাড়ি পরে ক্যামেরার সামনে হাত নেড়ে নাচ করতে দেখা যায়। একদম সাধারণ পোশাকে সাধারণ সাজে দেখা যায় তাঁকে। মাথায় সাদাকালো চুল, পরণে সাদা রঙের শাড়ি, হাতে বালা ও গলায় একদমই সাধারণ একটা মালা দেখতে পাওয়া যায়।

ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ‘মস্ত জাওয়ানি তেরি মুঝকো পাগল কর গেই রে’ (Mast Jawani Teri Mujhko Pagal Kar Gayi Re) গান। এই ‘মস্ত জাওয়ানি’ নামক হিন্দি গানেই বৃদ্ধ বয়সে কোমর দুলিয়ে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করলেন বুড়িমা। বুড়িমার ভিডিও দেখে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। শর্ট ভিডিওটিকে প্রায় ৭৭ হাজার জনের মতো মানুষ পছন্দ করেছেন এবং প্রায় ৩৬১ জনের মতো মানুষ ভিডিওর কমেন্ট বক্সে মন্তব্য করেছেন। কেউ বলেছেন, “খুব সুন্দর ঠাকুমা”, আবার কেউ লিখেছেন, “জিও ঠাকুমা!” সবমিলিয়ে নেটিজেনদের ভালোবাসা পেয়ে বর্তমানে ভাইরাল এই ভিডিও।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements