Online Earning: মূল আয়ের পাশাপাশি পার্শ্ব আয় অনেকেই করত চান। কেউ আবার মোবাইলের রিচার্জ করার টাকা বা বিল পেমেন্টের টাকা উদ্ধার করার জন্যও বিনিয়োগ না করে টাকা উপার্জন করতে চান। অনেকেই জানেন না, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে খুব সহজেই বিনা বিনিয়োগে টাকা আয় করা সম্ভব। ইনস্টাগ্রাম (Instagram), ফেসবুক (Facebook) ও ইউটিউব (Youtube) থেকে টাকা আয় করার পদ্ধতি সবাই জানেন। কিন্তু অনেকেই হোয়াটসঅ্যাপ থেকে টাকা আয় করার উপায় জানেন না। আজকের প্রতিবেদনে এই উপায়ই শেয়ার করা হল।
বিনা বিনিয়োগে টাকা উপার্জনের উপায় (Earn Money without investment)
১. ইউআরএল শর্টনার (URL Shortner): আর্টিকল বা ভিডিওর লিঙ্ক শর্ট করেও ভালো টাকা উপার্জন করা যায়। এক্ষেত্রে Shorte.st নামক ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এই ওয়েবসাইটে গেলেই ইউআরএল (URL) ছোট করা যায়। এই লিঙ্কে আপনার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টসরা ক্লিক করলেই আয় হবে।
২. অ্যাপ প্রোমোশন (App Promotion): হোয়াটসঅ্যাপে অ্যাপ প্রমোট করে টাকা আয় করা সম্ভব। খুব একটা বেশি টাকা উপার্জন না হলেও বিল পেমেন্ট, মোবাইল রিচার্জের খরচ সহজেই উঠে আসবে।
৩. পিপিডি ওয়ার্ক (PPD Work): পিপিডি-র পূর্ণ নাম হল পে পার ডাউনলোড। এক্ষেত্রে কেউ আপনার আপলোড করা ফাইল ডাউনলোড করলে কমিশন পাওয়া যাবে। এই ধরণের কাজ করতে চাইলে ‘ওপেনলোড’ (OpenLoad)-এর সঙ্গে যুক্ত হওয়া যেতে পারে। খুব সহজে সাইন আপ করে আপলোড করা সম্ভব।
৪. অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing): কোনো সংস্থার পণ্য বিক্রি করলে একটি নির্দিষ্ট হারে কমিশন পাওয়া যায়। এই কাজই অ্যাফিলিয়েট মার্কেটিং নামে পরিচিত। স্ট্যাটাসে পণ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখলে তবেই তা বাকিদের দৃষ্টি আকর্ষণ করবে। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টের তালিকা যত বেশি লম্বা হবে আয়ের পরিমাণও তত বেশি হবে। অ্যামাজনের সঙ্গে এই ধরণের কাজ করা যেতে পারে।