রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Optical Illusion: ছবিতে ‘7542’-এর ভিড়ে লুকিয়ে আছে ‘7642’, ৮ সেকেন্ডে খুঁজে পেলে আপনি জিনিয়াস

Optical Illusion: আপনি কি ইন্টারনেটের জগতে চ্যালেঞ্জিং কিছু খুঁজছেন? আপনার উত্তর যদি 'হ্যাঁ' হয়, একদম ঠিক জায়গায় এসেছেন। তবে আজ আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এক দুর্দান্ত চোখের ধাঁধা। যাকে…

Advertisements

Optical Illusion: আপনি কি ইন্টারনেটের জগতে চ্যালেঞ্জিং কিছু খুঁজছেন? আপনার উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, একদম ঠিক জায়গায় এসেছেন। তবে আজ আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এক দুর্দান্ত চোখের ধাঁধা। যাকে বৈজ্ঞানিক ভাষায় অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বলা হয়। এই ধাঁধা সমাধান করার মাধ্যমে আপনি নিজের দৃষ্টিশক্তি ও আইকিউ ক্ষমতা যাচাই করার সুযোগ পাবেন।

What is Optical Illusion?

দৃষ্টিলব্ধ ফলাফলে ভ্রমের সৃষ্টি হলে তখনই অপটিক্যাল ইলিউশন দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে দৃষ্টিলব্ধ ফলাফল বাস্তবের থেকে আলাদা হয়। সহজ ভাষায় বললে, যখন কোনো কিছু দেখার পরে মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায় এবং বাস্তবে যে রূপে অস্তিত্ব আছে, সেই রূপের থেকে আলাদা কিছু দেখতে পাওয়া যায়, তখনই অপটিক্যাল ইলিউশনের সৃষ্টি হয়। রং, প্যাটার্ন ও আলোর কারসাজিতে সাধারণ মানুষ অপটিক্যাল ইলিউশন উপলব্ধ করে থাকে।

Advertisements

Optical Illusion

Types Of Optical Illusion

অনেকেই অপটিক্যাল ইলিউশনকে তিন ভাগে ভাগ করেন:

  • ফিজিক্যাল ইলিউশন (Physical Illusion),
  • ফিজিয়োলজিক্যাল ইলিউশন (Physiological Illusions)
  • কগনিটিভ ইলিউশন (Cognitive Illusion)।

Optical Illusion

আজকের এই প্রতিবেদনে একটি অপটিক্যাল ইলিউশন দেওয়া হয়েছে। এই অপটিক্যাল ইলিউশনের দিকে তাকালে একটি নীল রঙের ফটো দেখতে পাওয়া যায়। উক্ত ফটোতে পুরো পেজ জুড়ে ‘7542’ লেখা থাকতে দেখা যায়। প্রথমে ঝলকে দেখলে মনে হবে এই ফটোতে শুধুমাত্র ‘7542’-ই রয়েছে। কিন্তু খুঁটিয়ে দেখলে বোঝা যাবে যে, এই ফটোতে ‘7642’-ও আছে। ধৈর্য্য ধরে খুবই মনোযোগ সহকারে দেখতে হবে ফটোটি। তবেই ৮ সেকেন্ডের মধ্যে এটি খুঁজে পাওয়া যাবে।

Optical Illusion

অনেকেই খুঁজতে ব্যর্থ হয়েছেন। আপনি পারবেন কি? পারলে ভালো। নইলে প্রতিবেদনে দেওয়া সমাধানটি দেখতে পারেন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements