Optical Illusion: অপটিক্যাল ইলিউশন সাধারণত মানুষের দৃষ্টিশক্তির সঙ্গে খেলা করে। এই ইলিউশন মানুষকে দৃষ্টিশক্তির উপরে সন্দেহ করতে বাধ্য করে দেয়। এই অপটিক্যাল ইলিউশন আসলে আমাদেরকে মস্তিষ্ক ও চোখের একত্রে কাজ করার দক্ষতা ও ক্ষমতাকে প্রদর্শন করে। যে মানুষ যত তাড়াতাড়ি অপটিক্যাল ইলিউশন সমাধান করতে পারেন, তাঁদের মস্তিষ্কের কর্মক্ষমতা ও দৃষ্টিশক্তি তত ভালো বলে দাবি করা হয়।
অপটিক্যাল ইলিউশন নানান ধরণের হয়। এগুলো হল ‘লিটারেল ইলিউশন’ (Literal Illusion), ‘কগনিটিভ ইলিউশন’ (Cognitive Illusion) ও ‘ফিজিওলজিকাল ইলিউশন’ (Physiological Illusion)। এই ইলিউশন মানুষের চোখে ভ্রমের সৃষ্টি করে, তাই এটি অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) নামে পরিচিতি লাভ করেছে। এই প্রকৃতির ইলিউশনে বাস্তবে যা থাকে প্রথমে সহজেই সেটা চোখে পড়ে না। ‘শূন্যস্থান’ পূরণ করতে মস্তিষ্কের তরফে তৈরি তত্ত্বটা বিশ্বাস করে মন। আর এই কারণেই প্রথম ঝলকে বিভ্রান্তির শিকার হয় চোখ।
অপটিক্যাল ইলিউশন সমাধান করলে আপনার দৃষ্টিশক্তি ঠিক কতটা ভালো জানা যায়। আপনি কি কখনও অপটিক্যাল ইলিউশন সমাধান করেছেন? যদি না করে থাকেন, এই প্রতিবেদনে দেওয়া অপটিক্যাল ইলিউশনটি দেখতে পারেন। এই অপটিক্যাল ইলিউশনে একটি খয়েরি রঙের ফটো পেশ করা হয়েছে। এই ফটোর উপরে পুরো পেজ জুড়ে ‘FAIR’ লেখা রয়েছে। প্রথমে দেখে মনে হতে পারে, এই পেজে ‘FAIR’ ছাড়া আর কোনো শব্দ নেই। তবে ভালো করে খুঁটিয়ে দেখলে লুকিয়ে থাকা ‘PAIR’ শব্দটি দেখতে পাওয়া যাবে। ‘FAIR’-এর ভিড়ে ‘PAIR’ খোঁজার জন্য দেওয়া হয়েছে মাত্র ১০ সেকেন্ড। এবার তাহলে টাইমার অন করুন এবং ‘PAIR’ খোঁজার কাজ শুরু করুন। পেয়ে গেল ভালো নয়তো প্রতিবেদনে দেওয়া সমাধানটি দেখতে পারেন।