রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Optical Illusion: পাথরের মাঝে লুকিয়ে আছে একটি খরগোশ, ৫ সেকেন্ডে খুঁজে পেলে আপনি বুদ্ধিমান

Optical Illusion: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) মনুষ্য মস্তিষ্ককে খোঁচা দেয়, মানুষের মনকে বিভ্রান্ত করে দেয়। এর অস্তিত্ব রয়েছে কয়েক শতক ধরে। মনুষ্য মস্তিষ্ককে বিভ্রান্ত করে দেওয়া এই ছবিগুলো মানুষের মনের…

Advertisements

Optical Illusion: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) মনুষ্য মস্তিষ্ককে খোঁচা দেয়, মানুষের মনকে বিভ্রান্ত করে দেয়। এর অস্তিত্ব রয়েছে কয়েক শতক ধরে। মনুষ্য মস্তিষ্ককে বিভ্রান্ত করে দেওয়া এই ছবিগুলো মানুষের মনের সঙ্গে খেলা করে এবং সবশেষে আমাদের দৃষ্টিশক্তিকে বোকা বানায়। এই অপটিক্যাল ইলিউশনগুলোর খেলায় উত্তরদাতার কাজই হচ্ছে লুকিয়ে থাকা বস্তুগুলোকে খুঁজে বের করা।

Optical Illusion

Advertisements

অপটিক্যাল ইলিউশনগুলো মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই খেলায় অংশগ্রহণ করলে বাড়ে মনোযোগও। তাহলে আপনি কি অপটিক্যাল ইলিউশন সমাধান করার জন্য প্রস্তুত? চলুন তাহলে শুরু করা যাক।

Optical Illusion

প্রতিবেদনে দেওয়া ফটোটির দিকে তাকালে দেখতে পাওয়া যায় যে, এই ফটোতে একটি বিশাল আকারের পাথর রয়েছে। ছবিটি দেখে মনে হয়, এটা যেন একটা মরুভূমির অংশ। পাথরের মধ্যে জন্ম নেওয়া গাছই এই এলাকার পরিবেশের সাক্ষী দেয়। তা পরিবেশ যাই হোক না কেন, এই পাথরের মাঝেই একটি খরগোশ লুকিয়ে আছে। এক ঝলকে বোঝা না গেলেও, খুঁটিয়ে দেখলে ঠিকই বোঝা যাবে। আপনাকে সেই খরগোশটিকেই খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে সময় কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। আপনাকে মাত্র ৬ সেকেন্ড সময়ের মধ্যে খরগোশটিকে খুঁজে বের করতে হবে।

Optical Illusion

তাহলে এবার মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচে টাইমার অন করে ফেলুন। ৬ সেকেন্ডের মধ্যে আপনি যদি খুঁজতে ব্যর্থ হয়ে যান, তাহলে কিন্তু হেরে যাবেন। তাই সময় শেষ হওয়ার আগে চটপট খুঁজে ফেলুন। …৩…..২….১..ব্যাস! সময় শেষ। আপনি অপটিক্যাল ইলিউশনটি সমাধান করতে পারলে খুবই ভালো কথা। না পারলে প্রতিবেদনে দেওয়া সমাধানটি দেখতে পারেন।

 

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements