রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Optical Illusion: ১ নম্বর না ২ নম্বর? কোন ঘোড়ার মাথা ছবিতে দেখা যাচ্ছে? কেবল লেজেন্ডরাই দিতে পারবেন সঠিক উত্তর

Optical Illusion: অপটিক্যাল ইলিউশনকে বাংলায় বলা হয় দৃষ্টিভ্রম। এটিকে অনেকে চোখের ধাঁধা বলেও অভিহিত করেন। অপটিক্যাল ইলিউশন সমাধান একইসঙ্গে মজাদার ও রহস্যময়ী। এই খেলায় সফল হতে শুরু করলে তখন আর…

Advertisements

Optical Illusion: অপটিক্যাল ইলিউশনকে বাংলায় বলা হয় দৃষ্টিভ্রম। এটিকে অনেকে চোখের ধাঁধা বলেও অভিহিত করেন। অপটিক্যাল ইলিউশন সমাধান একইসঙ্গে মজাদার ও রহস্যময়ী। এই খেলায় সফল হতে শুরু করলে তখন আর অন্য কিছুর মাধ্যমে অবসর সময় কাটাতে ভালো লাগে না। এই অপটিক্যাল ইলিউশন খুব সহজেই ইন্টারনেটের জগতে যে কোনো জায়গাতেই পাওয়া যায়। তাই অপটিক্যাল ইলিউশনপ্রেমীরা চাইলেই যে কোনো প্ল্যাটফর্ম থেকে অপটিক্যাল ইলিউশন সম্পন্ন সংগ্রহ করে সমাধান করতে পারেন।

Optical Illusion

Advertisements

অপটিক্যাল ইলিউশনের অস্তিত্ব বহুকাল ধরেই রয়েছে। পূর্বে অপটিক্যাল ইলিউশনকে অঙ্কিত চিত্রের মধ্যে দেখতে পাওয়া যেত। সময় পাল্টানোর সঙ্গে পাল্টেছে যুগ, পাল্টেছে মানুষ। সময় পাল্টানোর সঙ্গে পাল্টে যেতে দেখা গেছে মানুষের জীবনযাত্রার পদ্ধতিও। এই পরিবর্তনের মাঝেই আগমন ঘটে প্রযুক্তির। সময় যত এগিয়েছে প্রযুক্তি ততই সাধারণ মানুষের জন্য উপলব্ধ হয়েছে। বর্তমানে সাধারণ মানুষের হাতে একটা স্মার্টফোন থাকা কোনো ব্যাপারই নয়। এই স্মার্টফোনের হাত ধরেই রূপ পাল্টেছে অপটিক্যাল ইলিউশন। অঙ্কিত চিত্রের অস্তিত্ব বজায় রেখেই স্মার্টফোনের জগতে প্রবেশ করে জনপ্রিয়তার সাম্রাজ্য বিস্তার করেছে এই বিশেষ ধাঁধা।

Optical Illusion

আপনার কি অপটিক্যাল ইলিউশন সমাধান করতে ভালো লাগে? উত্তর যদি হ্যাঁ হয়, এই প্রতিবেদনে দেওয়া অপটিক্যাল ইলিউশনটি সমাধান করার চেষ্টা করে দেখতে পারেন। এই অপটিক্যাল ইলিউশন মূলত দুই ঘোড়াকে কেন্দ্র করে। ফটোটিতে দুটি ঘোড়ার ঘাড় দেখতে পাওয়া যায়। সামনে দেখতে পাওয়া যায় একটি ঘোড়ার মুখ। এবার প্রশ্ন হচ্ছে ঘোড়ার দৃশ্যমান মুখটি কোন ঘোড়ার? বোঝার সুবিধার জন্য প্রথম ঘোড়াটিতে ‘1’ ও দ্বিতীয় ঘোড়াটিতে ‘2’ লিখে দেওয়া হয়েছে। আপনার কাজ হল ঘোড়ার দৃশ্যমান মুখটি কার? সেটা বলা। এই অপটিক্যাল ইলিউশনকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়ে যেতে দেখা গেছে নেটপাড়াকে। কিছু মানুষের দাবি ঘোড়ার মাথাটি ‘1’ নং ঘোড়ার এবং কিছু জনের দাবি এটি ‘2’ নং ঘোড়ার। আপনার কী মনে হয়? এই উত্তর আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন।

Optical Illusion

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements