রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Optical Illusion: ১ নম্বর না ২ নম্বর? কোন জেব্রার মাথা ছবিতে দেখা যাচ্ছে? কেবল লেজেন্ডরাই দিতে পারবেন সঠিক উত্তর

Optical Illusion: ইন্টারনেটের জগতে প্রবেশ করলেই নানান রকমের কন্টেন্ট দেখতে পাওয়া যায়। কোনো কন্টেন্ট থাকে পড়ার জন্য, কোনো কন্টেন্ট থাকে দেখে উপভোগ করার জন্য, আবার কোনো কন্টেন্ট থাকে শোনার জন্য।…

Advertisements

Optical Illusion: ইন্টারনেটের জগতে প্রবেশ করলেই নানান রকমের কন্টেন্ট দেখতে পাওয়া যায়। কোনো কন্টেন্ট থাকে পড়ার জন্য, কোনো কন্টেন্ট থাকে দেখে উপভোগ করার জন্য, আবার কোনো কন্টেন্ট থাকে শোনার জন্য। এর মধ্যে আরও একপ্রকারের কন্টেন্ট দেখতে পাওয়া যায়। এগুলোর সাহায্য মানুষ মজা ও কসরত দুই করতে পারে। না, এখানে শারীরিক কসরতের কথা বলা হচ্ছে না। এই প্রকৃতির কন্টেন্ট নিয়ে সময় অতিবাহিত করার জন্য বসলে মস্তিষ্ককে পরিশ্রম করতে হয়। আশা করি বুঝে গেছেন এখানে কীসের কথা বলা হচ্ছে। এখানে আলোচনা করা হচ্ছে ধাঁধাকে নিয়ে।

Optical Illusion

Advertisements

এক ক্লিকেই খুলে যায় ইন্টারনেটের সীমাহীন জগৎ। এই জগতে নানান রকমের ধাঁধা পাওয়া যায়। এই ধাঁধার এক বিশেষ রূপ হল অপটিক্যাল ইলিউশন। এটি পিকচার পাজলের (Picture Puzzle) এক বিশেষ রূপ। অপটিক্যাল ইলিউশন সমাধান করার মাধ্যমে দৃষ্টিশক্তি পরীক্ষা করা যায়। অপটিক্যাল ইলিউশন শুধুমাত্র তাঁরাই সমাধান করতে পারেন, যাঁরা মনোযোগ সহকারে সমস্ত কিছু খুঁটিয়ে দেখার ক্ষমতা রাখেন। আপনি যদি অপটিক্যাল ইলিউশন সমাধান করতে ভালোবাসেন, তাহলে এই প্রতিবেদনে পেশ করা অপটিক্যাল ইলিউশনটি সমাধান করে দেখতে পারেন।

আজকের প্রতিবেদনে দেওয়া অপটিক্যাল ইলিউশনে দুইটি জেব্রাকে (Zebra) দেখতে পাওয়া যায়। ফটোতে দুটো জেব্রা দেখতে পাওয়া গেলেও, মুখ দেখতে পাওয়া যায় একজনেরই। এখানে আপনার কাজ হল ফটোতে দৃশ্যমান মুখটি কোন জেব্রার সেটা খুঁজে বের করা। আপনার বোঝার সুবিধার জন্য বাঁ দিকে জেব্রার গায়ে ‘A’ এবং ডানদিকের জেব্রার গায়ে ‘B’ লিখে দেওয়া হয়েছে। দেখুন তো আপনি সঠিক উত্তর দিতে পারেন কিনা। কি? পারলেন? না খুঁজে পেল চিন্তা করবেন না। এই প্রতিবেদনে সমাধান দিয়ে দেওয়া হয়েছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements