Oyo New Rules: খুবই সস্তায় হোটেল রুম পাওয়া যায় ওয়োর (OYO) দৌলতে। স্বল্পমূল্যে ভালো পরিষেবা পেয়ে থাকেন গ্রাহকরা। স্থানীয় এলাকা হোক বা পাহাড়-সমুদ্র, সর্বত্রই এই হোটেলের পরিষেবা মেলে।
শুরুর দিকে ওই হোটেলের নাম সবার প্রথম পছন্দ হলেও, আজকাল অনেকেই এর নাম শুনলে নাক সিঁটকাতে শুরু করেন। অবৈধ দেহ ব্যবসা ও অনৈতিক কাজকর্ম এমন মনোভাব তৈরির জন্য দায়ী। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশের তরফে কিছু নতুন নিয়ম লাগু করা হয়েছে ওয়োকে কেন্দ্র করে। কী সেই নিয়ম? চলুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
ওয়োর নতুন নিয়ম ২০২৩ (OYO New rules 2023)
১. আইডি কার্ড: ওয়ো হোটেলে গেলে সঙ্গে নিয়ে যেতে হবে বৈধ আইডি কার্ড। যাতে হোটেল কর্তৃপক্ষ হোটেলে যাওয়া ব্যক্তির যাবতীয় গুরুত্বপূর্ণ ডিটেলস জানতে পারে।
২. সিসিটিভি ক্যামেরা ও ফুটেজ (CCTV Camera & Footage): ওয়ো হোটেলের রুমের ঢোকার পথে ও সামনে সিসিটিভি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক। একইসঙ্গে সিসিটিভি ক্যামেরার ফুটেজও রাখতে হবে হোটেল কর্তৃপক্ষকে। খেয়াল রাখতে হবে, ফুটেজগুলো যেন কমপক্ষে ১ মাসের হয়।
৩. কোনো বয়স্ক ব্যক্তিকে কমবয়সী কোনো মেয়ের সঙ্গে ওয়ো হোটেলে প্রবেশ করতে গেলে হোটেল কর্তৃপক্ষকে এই বিষয়ে পুলিশকে জানাতে হবে।
৪. ওয়ো হোটেলের মধ্যে হেল্প লাইন নম্বর ও স্থানীয় পুলিশ স্টেশনে নম্বরের তালিকা সর্বদাই রাখতে হবে।
ওয়োর নতুন নিয়মের উদ্দেশ্য ২০২৩ (Purpose of Oyo New rules 2023)
১. অনৈতিক কাজকর্ম ও দেহ ব্যবসা রোখাই হচ্ছে ওয়োর উপর লাগু হওয়া নতুন নিয়মের উদ্দেশ্য।
২. প্রশাসনিক আইনের ভয়ে যদি অনৈতিক ও বেআইনি কাজকর্ম রোখা যায়, সেই চেষ্টাই করা হচ্ছে এই নতুন নিয়ম লাগু করার মাধ্যমে।