রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Pan Card: প্যান কার্ডেরও ভ্যালিডিটি রয়েছে, কীভাবে চেক করবেন Expiry Date? রইল পদ্ধতি

Pan Card: প্যান কার্ড (Pan Card) অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। সংসদে ২০২৩ সালের বাজেট অধিবেশনেই এটি ঘোষণা করা হয়। এই কার্ডের দর বৃদ্ধি পাওয়ার পর থেকেই একে নিয়ে নানান রকমের খবর…

Advertisements

Pan Card: প্যান কার্ড (Pan Card) অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। সংসদে ২০২৩ সালের বাজেট অধিবেশনেই এটি ঘোষণা করা হয়। এই কার্ডের দর বৃদ্ধি পাওয়ার পর থেকেই একে নিয়ে নানান রকমের খবর ছড়িয়ে পড়তে দেখা যায়। কখন খবর সত্য ও কোনটা ভুয়ো, বুঝতে না পেরে বিভ্রান্ত হয়ে যান প্যান কার্ড হোল্ডাররা। আজকের এই প্রতিবেদনে প্যান কার্ড কেন্দ্রীক এক খবরই বিশ্লেষণ করা হল (Pan Card Viral News)।

Pan Card

প্যান কার্ড কেন্দ্রীক ভাইরাল খবর(Pan Card related viral News)

প্যান কার্ড সংক্রান্ত ভাইরাল নিউজে দাবি করা হয়েছে যে, প্যান কার্ডের ভ্যালিডিটি পেরিয়ে গেলে প্যান কার্ডের নম্বর বাতিল হয়ে যাবে। এই ভাইরাল নিউজ সত্য না মিথ্যা সেটাই এখানে আলোচনা করা হল।

Advertisements

সহজে প্যান কার্ডের ভ্যালিডিটি জানার প্রক্রিয়া (How to know the validity of pan card?)

প্যান কার্ডের ভ্যালিডিটি জানার কোনো নির্দিষ্ট প্রক্রিয়া নেই (pan card expiry date check)। অনেকেরই মনে হয়তো প্রশ্ন উঠতে পারে, প্যান কার্ডের ভ্যালিডিটির মতো গুরুত্বপূর্ণ বিষয় চেক করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন সরকারের তরফে বা কোনো সংস্থার তরফে? এর উত্তর রয়েছে এই প্রতিবেদনেই (dose pan card expires?)। আসলে ‘প্যান কার্ডের ভ্যালিডিটি’ (Validity of Pan Card) কখনওই শেষ হয় না। সংশ্লিষ্ট ব্যক্তি যতদিন বেঁচে থাকবেন, ততদিনই তাঁর ভ্যালিডিটি থাকতে পারে (Pan card is valid for how many years?)। যেহেতু এর ভ্যালিডিটি আজীবন, তাই এর ভ্যালিডিটি শেষ হওয়ারও প্রসঙ্গ ওঠে না এবং সেই ভ্যালিডিটি চেক করার দরকারও পড়ে না। এর থেকে বোঝা যায় প্যান কার্ড ইনভ্যালিড বা বাতিল হওয়ার খবর ভুয়ো।

কখনওই কি প্যান কার্ড বাতিল হয় না? (When Pan card expires?)

হ্যাঁ, একটা সময় প্যান কার্ড অবশ্যই বাতিল হয়। তবে তা উক্ত প্যান কার্ড হোল্ডারের মৃত্যুর পরে হতে পারে।

Pan Card

প্যান কার্ড রিনিউ ফ্যাক্ট চেক (Pan Card Renew Fact Check)

সোশ্যাল মিডিয়ায় আজকাল প্যান কার্ড কেন্দ্রীক একটি খবর ভাইরাল হয়েছে। সেই খবর কখনও ফোনের মেসেজে, আবার কখনও ফোন কলের মাধ্যমে আসতে দেখা গেছে। এই সমস্ত পোস্ট, মেসেজ বা কলে দাবি করা হয়েছে যে, প্যান কার্ড রিনিউ না করলে তা বাতিল হয়ে যাবে। যার ফলে প্যান নম্বর ইনভ্যালিড হয়ে যাবে। এবার, যেহেতু এই খবর ভুয়ো তাই প্যান কার্ড রিনিউ করার প্রশ্ন ওঠে না।

সতর্কবার্তা: প্যান কার্ড নম্বর ইনভ্যালিড হওয়ার আতঙ্কে অনেকেই ফাঁদে পা দিয়ে লিঙ্কে ক্লিক করছেন বা অন্য ভুল পদক্ষেপ নিয়ে নিচ্ছেন। দাবি করা হয়েছে, এগুলো মূলত স্ক্যামারদের কাজ। তাঁরা মূলত এই সমস্ত ভুয়ো খবর ছড়ানোর মাধ্যমে ব্যাঙ্ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে চায়। এই অবস্থায় প্যান কার্ড হোল্ডারদের স্ক্যামারদের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ভুলেও প্যান কার্ডের নম্বর ইনভ্যালিড হওয়ার কথায় বিশ্বাস করা যাবে না।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements