Paoli Dam: আবেদনময়ী অবতারে পাওলি দাম (Paoli Dam)। প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেল সেই ভিডিও। এই ভিডিওতে পাওলি দামকে শার্ট ও বুট পরে ক্যামেরার জন্য বিভিন্ন রকমের পোজ দিতে দেখা যায়। খোলা চুলে বোতাম খোলা শার্টে পাওলিকে দেখে নজর ফেরাতে পারেননি দর্শকরা। খোলামেলা পোশাকে ধরা দিয়ে বহু পুরুষ ভক্তরই ঘাম ঝরালেন অভিনেত্রী।
View this post on Instagram
ভিডিওটি আপলোড করা হয়েছে অভিনেত্রী পাওলি দামের (Paoli Dam) নিজস্ব ইনস্টাগ্রাম আইডি থেকে। নিজ ইন্সটা অ্যাকাউন্টে বেশ ভালোই সক্রিয় থাকেন পাওলি। মাঝে মধ্যেই নানান রকমের আপডেট দিতে থাকেন। কখনও ফটো তো কখনও ভিডিও পোস্ট করেন তিনি। তাঁরই পোস্ট করা পুরোনো এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতে দেখা গেল।
View this post on Instagram
ভাইরাল ভিডিওতে পাওলির পরণে শরীরের উপরিভাগে দেখা যায় সাদা রঙের খোলামেলা ওভারসাইজড শার্ট এবং নিম্নেভাগে দেখা যায় কালো রঙের হাই হিল বিশিষ্ট লম্বা বুট। সাদা দেওয়ালের সামনে সাদা রঙের চেয়ারে বসে সাদা শার্ট পরে বডি ফ্লন্ট করেন পাওলি। কোঁকড়ানো চুল বাতাসে উড়িয়ে স্মোকি মেকআপে ঢাকা চোখের চাউনির তীরে ক্যামেরার দিকে তাকিয়ে বহু পুরুষভক্তকে ঘায়েল করেন তিনি। শার্টের উপরের দিকে বেশ কয়েকটা বোতাম খোলা থাকায় তাঁর বক্ষদেশ স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। শরীরে গয়না বলতে তাঁর গলায় ছিল শুধুমাত্র একটি গোল্ড টোনড স্টোন স্টাডেড মাল্টিস্ট্রিং লং নেকলেস।
View this post on Instagram
পাওলির সাহসী অবতারের এই ভিডিও বহু নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। ভিডিওর কমেন্ট বক্স আগুন ইমোজিতে ভরে যেতে দেখা গিয়েছে। ২০২২ সালে পোস্ট হওয়া এই ভিডিও সম্প্রতি নতুন করে ভাইরাল হয়ে যেতে দেখা গিয়েছে।