রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: হুবহু মানুষের মতন খুদে টিয়া পাখিকে কথা শিখাচ্ছে ‘মা’ টিয়া! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি টিয়াপাখির ভিডিও ভাইরাল (Parrot Viral Video) হয়েছে। এটি মূলত সবুজ টিয়াপাখি। ভিডিওটিতে প্রাপ্তবয়স্ক টিয়াপাখিটিকে একদম মানুষের মতো নিজের সন্তানকে আদর করতে দেখা যায় এবং…

Advertisements

Viral Video: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি টিয়াপাখির ভিডিও ভাইরাল (Parrot Viral Video) হয়েছে। এটি মূলত সবুজ টিয়াপাখি। ভিডিওটিতে প্রাপ্তবয়স্ক টিয়াপাখিটিকে একদম মানুষের মতো নিজের সন্তানকে আদর করতে দেখা যায় এবং তার সঙ্গে কথা বলতে দেখা যায় (Talking Parrot Video)। পাখির জগতে মা-মেয়ের এই অটুট বন্ধন দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে গেছেন। এই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চার বস্তুতে পরিণত হয়েছে। ভিডিওটি কি আপনি দেখেছেন?

Viral Video

Advertisements

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘প্যারোট প্যারাডাইস’ (Parrot Paradise) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। এই চ্যানেলে চোখ পাতলেই সবুজ টিয়াপাখিদের জীবনের নানান রকমের মুহূর্ত ভিডিও হিসাবে দেখতে পাওয়া যায়। এই সবের মাঝে প্রাপ্তবয়স্ক সবুজ টিয়াপাখির নিজের সন্তানের সঙ্গে কথা বলার ভিডিওই (Green Parrot Video) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়ে যেতে দেখা গেল।

Viral Video

ভিডিওটিতে সবুজ টিয়াপাখিটির দিকে তাকালেই বোঝা যায় যে, ভিডিওটিতে দৃশ্যমান পাখিটি মেয়ে টিয়াপাখি (Female Parrot)। মেয়ে টিয়াপাখিদের গলায় গোলাপি আভাযুক্ত কালো রঙের রিং শেপের পটি দেখতে পাওয়া যায়, যা ছেলে টিয়াপাখিদের থাকে না। ভিডিওর শুরুতে দুই টিয়াপাখিকে একে অপরের থেকে দূরে থাকতে দেখা যায়। ভিডিও এগোলে মা টিয়াপাখিকে শিশু টিয়াপাখির কাছে এসে আদর করতে দেখা যায়। দুই টিয়াপাখিকে যেন নিজেদের জগতেই ব্যস্ত থাকতে দেখা যায়। নিজস্ব ভাষায় নানান রকমের শব্দ সৃষ্টি করে মা পাখিটিকে শিশু টিয়াপাখির সঙ্গে কথা বলতে দেখা যায়।

মা ও শিশু টিয়াপাখির এই মিষ্টি বন্ধন দেখে ভিডিওটির প্রেমে পড়ে গেছেন নেটিজেনরা। ভিডিওটি প্রায় ১.৯ লক্ষ মানুষ দেখে ফেলেছেন এবং অসংখ্য মানুষ পছন্দ করেছেন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements