Viral Video: ভোজপুরী গানের চাহিদা দিনের পর দিন বাড়ছে বৈকি কমছে না। দেশজুড়ে ভোজপুরী গানের (Bhojpuri Song) চাহিদা বৃদ্ধি পেতে দেখা গিয়েছে। এই গানের উচ্চ স্বরে মিউজিক ও বিট ভোজপুরী গান প্রেমীদের আকর্ষণ করার অন্যতম কারণ। আজকাল পুরোনো ভোজপুরী সিনেমা নতুন করে জনপ্রিয় হওয়ার পাশাপাশি পুরোনো গানের ভিডিও ভাইরাল (Bhojpuri Viral Video Song) হয়ে যেতে দেখা যাচ্ছে।
ভোজপুরী গানের ভিডিও দেখেন ও সিনেমা পছন্দ করেন কিন্তু পবন সিং (Pawan Singh)-এর নাম শোনেননি এমনটা হওয়া হয়তো সম্ভব নয়। এই ভোজপুরী অভিনেতাকে একাধিক অভিনেত্রীদের সঙ্গে পর্দায় জুটি বাঁধতে দেখা গিয়েছে। পবনের উপস্থিতিই যথেষ্ট। তিনি প্রায় যে সিনেমাতেই থাকেন, সেই সিনেমা হিট হয়ে যায়! তবে অনেকেই জানেন যে, তিনি শুধুমাত্র জনপ্রিয় অভিনেতাই নন, অসাধারণ গায়কও। তিনি ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিক গান গেয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক গানের ভিডিও আলোচনার বিষয়ে পরিণত হতে দেখা গেল।
সম্প্রতি পবন সিং (Pawan Singh) ও ইন্দু সোনালির (Indu Sonali) এক ভিডিও ভাইরাল হতে দেখা গেল। উক্ত ভিডিওটিতে দুইজনেই গান গেয়েছেন। গানের নাম “কস কে কোরা মে ধাইলা রাহা রহ” (Kas Ke Kora Me Dhaile Raha)। এই গানের ভিডিওটিতে দুই মেয়ে ও দুই ছেলেকে দেখতে পাওয়া যায়। পার্কের মধ্যে চারজনকে ডান্স করতে দেখা যায়। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘টপ ভোজপুরী সংস’ (Top Bhojpuri Songs) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ‘সুহাগ'(Suhaag) সিনেমার এই মিউজিক ভিডিওটি বহু মানুষ দেখে ফেলেছেন এবং অসংখ্য মানুষ পছন্দ করেছেন।
প্রায় ৪.০৯ লক্ষ মানুষ ভিউ দিয়েছেন এবং ৬ হাজারের অধিক মানুষ লাইক দিয়েছেন। ভিডিওটির কমেন্ট বক্স প্রশংসায় ভরে গিয়েছে। কেউ লিখেছেন, “পবন জি বেস্ট!”। তো কেউ লিখেছেন, “আমার এই গানটা খুব ভালো লাগে”। লাল রঙের হার্ট ইমোজিতে ভরে যেতে দেখা গিয়েছে পোস্টের কমেন্ট বক্স।