Petrol Diesel Price: অপরিশোধিত তেলের দামের গ্রাফ আন্তর্জাতিক বাজারে এখনও ঊর্ধ্বমুখী। এই তেলের বর্তমানে ৯১ ডলার/ ব্যারেল হয়ে গেছে। মূলত রাশিয়া ও সৌদি আরবের তেলের সরবরাহ কমে যাওয়ার কারণেই এমনটা হয়েছে। ব্রেন্ট ক্রুড় অয়েল ও ডব্লিউটিআইয়ের দাম বেড়ে গিয়ে ৯০.৬৫ ডলার/ ব্যারেল ও ৮৭.৫১ ডলার/ ব্যারেল হয়ে গেছে।
ভারতে কোথায় সবচেয়ে সস্তায় পেট্রোল পাওয়া যাচ্ছে? (Petrol Diesel Price)
আন্তর্জাতিক মার্কেটে তেলের দাম বাড়লেও ভারতের তেলের দামে কোনো পরিবর্তন দেখা যায়নি। শুনলে অবাক হয়ে যাবেন, ভারতের এক জায়গায় ১ লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে মাত্র ৪৮.১০(port blair )টাকায়। জানেন জায়গাটির নাম কী? জায়গাটির নাম হল পোর্ট ব্লেয়ার। এটি রয়েছে আন্দামানে। আবার ভারতেই রাজস্থানে শ্রীগঙ্গানগরে পেট্রোল সবচেয়ে বেশি দামে পাওয়া যাচ্ছে।
মেট্রো শহরগুলোতে জ্বালানি তেলের দাম (Fuel Price in Metro Cities)
১. মুম্বাই: এখানে প্রতি লিটার পেট্রোল ও ডিজেল যথাক্রমে ১০৬.৩১ টাকা ও ৯৪.২৭ টাকা।
২. নয়া দিল্লি: এখানে প্রতি লিটার পেট্রোল ও ডিজেল যথাক্রমে ৯৬.৭২ টাকা ও ৮৯.৬২ টাকা।
৩. চেন্নাই: এখানে প্রতি লিটার পেট্রোল ও ডিজেল যথাক্রমে ১০২.৭৪ টাকা ও ৯৪.২৪ টাকা।
৪. কলকাতা: এখানে প্রতি লিটার পেট্রোল ও ডিজেল যথাক্রমে ১০৬.০৩ টাকা ও ৯২.৭৬ টাকা।
জ্বালানির দাম বিভিন্ন শহরে বিভিন্ন রকমের হয়। নিজের শহরে পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে আরএসপি (RSP) ও নিজের শহরের কোড এক জায়গায় লিখে সংশ্লিষ্ট সংস্থায় পাঠাতে হবে। ইন্ডিয়ান অয়েলের গ্রাহক হলে ৯২২৪৯৯২২৪৯ নং-এ পাঠাতে হবে এবং বিপিসিএল (BPCL)-এর গ্রাহক হলে ৯২২৩১১২২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে।