রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে টাকা? জেনে নিন কিষাণ নিধি যোজনার লেটেস্ট আপডেট

PM Kisan Nidhi 15th instalment: সুখবর! কৃষকদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের (Union Government) তরফে পাঠিয়ে দেওয়া হল পিএম কিষাণ নিধি যোজনার (PM Kisan Nidhi Yojana 2023) ১৫-তম কিস্তির টাকা। দাবি…

Advertisements

PM Kisan Nidhi 15th instalment: সুখবর! কৃষকদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের (Union Government) তরফে পাঠিয়ে দেওয়া হল পিএম কিষাণ নিধি যোজনার (PM Kisan Nidhi Yojana 2023) ১৫-তম কিস্তির টাকা। দাবি করা হয়েছে, এর দ্বারা উপকৃত হবেন প্রায় ৮ কোটির মতো মানুষ। এই যোজনার অধীনে ২০০০ টাকা করে মোট তিনবারে ৬০০০ টাকা কৃষকদের দেয় মোদী সরকার (Modi Government)।

PM Kisan Nidhi 15th instalment

কিষাণ নিধির ১৫-তম কিস্তির টাকা (Kisan Nidhi 15th instalment)

চলতি সপ্তাহে সোমবারে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার (Narendra singh Tomar) জানান যে, চলতি মাসের ১৫ তারিখে কিষাণ নিধির ১৫-তম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে। যেই বলা সেই কাজ। ইতিমধ্যে ১৫ নভেম্বর তারিখে বহু কৃষকই এই যোজনার ১৫-তম কিস্তি পেয়ে গেছেন। এই টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, তা চেক করার পদ্ধতি নিচে দেওয়া হল।

Advertisements

পিএম কিষাণ নিধির কিস্তি চেক করার পদ্ধতি (How to check instalment of PM Kisan Nidhi?)

১. উপভোক্তাকে প্রথমে যেতে হবে পিএম কিষাণের ওয়েবসাইটে।
২. ওয়েবসাইটের ঠিকানা হল pmkisan.gov.in
৩. ওয়েবসাইটে যাওয়ার পরে খুঁজতে হবে ‘ফারমার্স কর্ণার’ (Farmers Corner)। এটিতে ক্লিক করতে হবে।
৪. এরপরে ক্লিক করতে হবে ‘বেনিফিসিয়ারী স্ট্যাটাস’ (Beneficiary Status)-এ। ক্লিক করলেই দেখতে পাওয়া যাবে নতুন একটি পেজ।
৫. নতুন পেজে রেজিস্টার্ড মোবাইল নম্বর (Registered Mobile Number), ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর (Bank Account Number) বা আধার নম্বরের (Aadhaar Number) অপশন বেছে নিতে হবে। যে কোনো একটাতে ক্লিক করলেই কিষাণ নিধির ব্যালেন্স চেক করা সম্ভব হবে।
৬. উপরিক্ত বিকল্প বেছে নেওয়ার পরে ক্লিক করতে হবে ‘গেট ডাটা’ (Get Data)-তে।
৭. গেট ডাটাতে ক্লিক করলেই সামনে চলে আসবে ট্রানজ্যাকশন সংক্রান্ত সমস্ত তথ্য।
৮. অনেকেই চেক করতে গিয়ে ‘এফটিও ইস জেনারেটেড এন্ড পেমেন্ট কনফার্মেশন ইস পেন্ডিং’ (FTO is generated amd payment is pending) লেখা দেখতে পান। এর অর্থ উপভোক্তার টাকা প্রসেসিংয়ে আছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements