রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

PM Kisan Yojana: আজকেই চাষীদের একাউন্টে ঢুকবে ২০০০ টাকা, তবে অবশ্যই করতে হবে এই কাজ

PM Kisan Yojana: খুশির খবর কৃষকদের জন্য। খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কিষাণ সম্মান নিধি যোজনার ১৫-তম কিস্তির (PM Kisan Samman Nidhi Yojana 2023 15th instalment) টাকা। প্রকাশ্যে…

Advertisements

PM Kisan Yojana: খুশির খবর কৃষকদের জন্য। খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কিষাণ সম্মান নিধি যোজনার ১৫-তম কিস্তির (PM Kisan Samman Nidhi Yojana 2023 15th instalment) টাকা। প্রকাশ্যে এসেছে আনুমানিক তারিখ, এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

PM Kisan Yojana

কিষাণ নিদ্ধি যোজনায় কত টাকা পাওয়া যায়? (PM Kisan Nidhi Yojana Money Amount 2023)

এই যোজনার অধীনে উপভোক্তারা বার্ষিক ৬০০০ টাকা পাবেন। মোট ৩ কিস্তিতে টাকা আসবে উপভোক্তাদের অ্যাকাউন্টে। প্রত্যেকবার ২০০০ টাকা করে পাওয়া যাবে। জানা গেছে, প্রতিবারের মতো এবারেও বহু কৃষক ১৫তম কিস্তির  টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। কারণ, সরকার আগে থেকেই জানিয়ে ছিল ভুলেখ ভেরিফিকেশন এবং আধার সিডিং করার কথা। যে সকল কৃষক এখনও পর্যন্ত আধার সিডিং করেননি তাঁদের অ্যাকাউন্টে টাকা আসবে না।

Advertisements

কবে ঢুকবে কিষাণ সম্মান নিধির টাকা? (PM Kisan Samman Nidhi Yojana 15th instalment date)

খুব শীঘ্রই আসতে চলেছে কিষাণ সম্মান নিধির ১৫-তম কিস্তির টাকা। জানিয়ে রাখি, ১৫-তম কিস্তির টাকা একসঙ্গে প্রায় ৮ কোটি কৃষক পাবেন।
প্রাপকের নামের তালিকা পিএম কিষাণ যোজনার ওয়েবসাইটে দেওয়া রয়েছে। জানা গেছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ নভেম্বর তারিখে কিষাণ নিধি যোজনার ১৫-তম কিস্তির টাকা আসতে পারে।

PM Kisan Yojana

কিষাণ সম্মান নিধির তালিকা চেক করবেন কীভাবে? (How to check the list of PM Kisan Samman Nidhi?)

১. প্রথমেই যেতে হবে https://pmkisan.gov.in ওয়েবসাইটে।
২. ওয়েবসাইটে পৌঁছানোর পরে যেতে হবে ‘পেমেন্ট সাক্সেস’ ট্যাবে।
৩. উক্ত ট্যাবের নিচে দেখা মিলবে ভারতের ম্যাপের (Indian Map)।
৪. এরপরে তাকাতে হবে ভারতের ম্যাপটির ঠিক ডানদিকে। তাকালেই দেখতে পাওয়া যাবে ‘ড্যাশবোর্ড’ (Dashboard) লেখা হলুদ রঙের ট্যাব। এই ট্যাবেই এবার ক্লিক করতে হবে।
৫. ড্যাশবোর্ডে ক্লিক করার পরে জেলা, রাজ্য, গ্রাম, পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে তালিকাটি চেক করা সম্ভব।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements