রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

১৫ নভেম্বর ঢুকে গেছে কিষান নিধির টাকা, আপনি না পেলে করুন এই কাজ

PM Kisan Yojana: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM Samman Nidhi Yojana 2023) দৌলতে কৃষকরা বার্ষিক ৬০০০ টাকা পেয়ে থাকেন। এই যোজনা দ্বারা উপকৃত হন অসংখ্য মানুষ। মোট ৩ কিস্তিতে…

Advertisements

PM Kisan Yojana: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM Samman Nidhi Yojana 2023) দৌলতে কৃষকরা বার্ষিক ৬০০০ টাকা পেয়ে থাকেন। এই যোজনা দ্বারা উপকৃত হন অসংখ্য মানুষ। মোট ৩ কিস্তিতে ২০০০ টাকা করে দেওয়া হয়। এই যোজনার ১৫-তম কিস্তির টাকা গত ১৫ নভেম্বর তারিখে ছাড়া হয়েছে। আপনি যদি যোগ্য না হওয়ার পরেও কিস্তির টাকা না পেয়ে থাকেন, তাহলে নিম্নলিখিত উপায়গুলো অনুসরণ করতে পারেন।

PM Kisan Yojana

Advertisements

উপভোক্তার কী কী ভুল হলে টাকা আটকে যেতে পারে? (PM Kisan Yojana)

১. আবেদনপত্রে কোনো রকমের ভুল থাকলে টাকা আসবে না।
২. আবেদনপত্রে দেওয়া কোনো তথ্য (নাম, লিঙ্গ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার নং) ভুল হয়ে থাকলে টাকা আসতে সমস্যা দেখা দিতে পারে।

টাকা না এলে কোথায় অভিযোগ জানাবেন? (PM Kisan Yojana What to do if money is not received?)

১. টাকা না আসার কারণ হিসাবে একাধিক সমস্যা থাকতে পারে। কখনও যান্ত্রিক ত্রুটির কারণে হতে পারে, আবার কখনও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণেও টাকা না আসতে পারে। কেওয়াইসি আপডেট না করাটাও টাকা না আসার কারণ হতে পারে।
২. তথ্যে ভুল হয়ে থাকলে তথ্য ঠিক করে নিতে হবে। যোগ্য থাকলে তথ্য ঠিক করলেই পরবর্তী কিস্তিতে দুইবারের টাকা একবারে একসঙ্গে পাওয়া যাবে।
২. এবার আপনি যদি মোটামুটি নিশ্চিত হন যে, উপরে উল্লিখিত কারণগুলির মধ্যে কোনোটাই আপনার টাকা না আসার কারণ নয়, তাহলে আপনি সরাসরি অভিযোগ জানাতে পারেন সরকারের কাছে। আপনি যোগ্য হলে অভিযোগ যাচাই করে সরকার আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে।
৩. কোনো রকমের ভুল না থাকা সত্ত্বেও টাকা না এলে ইমেল মাধ্যম ও ফোন কল দুইভাবেই অভিযোগ জানানো সম্ভব। ইমেল জানাতে চাইলে pmkisan-ict@gov.in-এ যেতে হবে। হেল্পলাইন নম্বরে কল করতে চাইলে ১৫৫২৬১ বা ০১১-২৩৩৮১০৯২ নম্বরে কল করতে পারেন। এছাড়াও টোল ফ্রী নম্বরে কল করতে চাইলে ১৮০০১১৫৫২৬ নম্বরে কল করা যাবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements