PMMVY Scheme: মহিলাদের কথা ভেবে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে একাধিক যোজনা পেশ করা হয়েছে। আজকের প্রতিবেদনে এমনই এক যোজনার কথা আলোচনা করা হবে, যার দৌলতে মহিলারা ৬ হাজার টাকা পাবেন। উল্লেখ্য, উক্ত যোজনার টাকা পাবেন মূলত অন্তঃসত্ত্বা মহিলারা। যোজনার নাম ‘প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা’ (Pradhan Mantri Matru Vandana Yojana)। নিম্নে এই যোজনাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ তথ্য পেশ করা হল।
Check All Details Of PMMVY Scheme
১. এই যোজনার সুবিধা একমাত্র অন্তঃসত্ত্বা মহিলারাই পাবেন।
২. আবেদনকারী মহিলারা মোট ৩ কিস্তিতে যোজনার টাকা পাবেন।
৩. প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কিস্তিতে যথাক্রমে ১০০০, ২০০০ ও ২০০০ টাকা পান মহিলারা।
৪. এরপরেও কেন্দ্রীয় সরকারের তরফে আরও একবার টাকা দেওয়া হয়। তবে সেই টাকা মহিলারা সরাসরি পাবেন না। সন্তান জন্মগ্রহণ করলে সেই টাকা জমা পড়বে হাসপাতালের খাতে।
সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকবে: অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা টাকা সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে।
(PMMVY Scheme) আবেদন প্রক্রিয়া:
১. প্রথমে আপনাকে যোজনা সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. ওয়েবসাইটের ঠিকানা হল-
wcd.nic.in/schemes/pradhan-mantri-matru-vandana-yojana
৩. এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
৪. ডাউনলোড করা হয়ে গেলে যোজনা সংক্রান্ত অফিসে জমা করতে হবে।
৫. ওয়েবসাইটে গেলেই যোজনা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।
৬. আবেদন করার সময়ে কোনো রকমের সমস্যার সৃষ্টি হলে হেল্পলাইন নম্বর ৭৯৯৮৭৯৯০৪ (7998799804)-এ কল করা যাবে।
৭. উক্ত নম্বরে কল করলে দফতরের তরফে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করা হবে।