রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

PM Ujjwala Yojana: সিলিন্ডারে মিলছে ৪০০ টাকা ভর্তুকি, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করবেন কীভাবে? জানুন বিস্তারিত

PM Ujjwala Yojana: মোদী সরকারের নয়া সিদ্ধান্তে স্বস্তি পেলেন দরিদ্র গ্রাহকরা। কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে সম্প্রতি এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder) দামে বিরাট ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই…

Advertisements

PM Ujjwala Yojana: মোদী সরকারের নয়া সিদ্ধান্তে স্বস্তি পেলেন দরিদ্র গ্রাহকরা। কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে সম্প্রতি এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder) দামে বিরাট ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার ভিত্তিতে জানতে পারা যায় যে, আর্থিকভাবে দুর্বল শ্রেনীর অন্তর্গত পরিবারগুলি গ্যাসের দামে ৪০০ টাকা ছাড় পাবেন। এই ঘোষণায় সাধারণদের ২০০ টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়। আপনি নিশ্চয়ই ভাবছেন, তাহলে ৪০০ টাকা কারা পাবেন? জানিয়ে রাখি উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) উপভোক্তারা গ্যাস সিলিন্ডারের দামে ৪০০ টাকার ছাড় পাবেন।

Gas Cylinder Price Update 2023

Advertisements

মোদী সরকারের তরফে ১লা মে ২০১৬ সালে উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana 2023) সূচনা করা হয়। বর্তমানে ৯.৬ কোটিরও বেশি পরিবারের নাম এই যোজনার অধীনে রয়েছে। এই যোজনার অধীনে কীভাবে আবেদন করতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে, আবেদন করার যোগ্যতা কী, সবটাই শেয়ার করা হল।

(PM Ujjwala Yojana) প্রয়োজনীয় ডকুমেন্ট

১. বয়সের প্রমাণপত্র।
২. ঠিকানার প্রমাণপত্র।
৩. বিপিএল কার্ড।
৪. ব্যাঙ্ক ডিটেলস।
৫. পাসপোর্ট সাইজ ছবি।
৬. মোবাইল নম্বর।
৭. আধার কার্ড।

(PM Ujjwala Yojana Eligibility) উজ্জ্বলা যোজনায় আবেদন করার যোগ্যতা

Gas Cylinder Price Update 2023

১. আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে।
২. আবেদনকারী বিপিএল পরিবারের অন্তর্গত হওয়া বাধ্যতামূলক।
৩. আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হলে চলবে না।
৪. আবেদনকারী মহিলার অবশ্যই রেশন কার্ড থাকতে হবে।
৫. আবেদনকারী মহিলার পরিবারের সদস্যদের মধ্যে কারোরই রান্নার গ্যাস সিলিন্ডারের কানেকশন থাকা চলবে না।

(How to apply PM Ujjwala Yojana?) আবেদন প্রক্রিয়া

Gas Cylinder Price Update 2023

১. আবেদনকারীকে প্রথমে pmujjwalayojana.com ওয়েবসাইটে পৌঁছাতে হবে।
২. ওয়েবসাইটে যাওয়ার পরে আবেদনপত্র ডাউনলোড করতে হবে ও হার্ডকপি বের করতে হবে।
৩. আবেদনপত্রে থাকা ফাঁকা স্থানগুলোতে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
৪. এরপরে আবেদনপত্র সহ সমস্ত নথিপত্র নিয়ে এলপিজি সেন্টারে জমা করতে হবে।
৫. ডকুমেন্ট যাচাই করা হয়ে গেলে সেন্টারের তরফে আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করতে হবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements