আপনি কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহক? উত্তর ‘হ্যাঁ’ হলে এই প্রতিবেদন আপনার জন্যই। সম্প্রতি পাঞ্জাব ব্যাঙ্কের একটি পরিষেবা বন্ধ হয়ে যেতে চলেছে। যার ফলে প্রভাবিত হতে পারেন বহু গ্রাহক। তবে এর বিকল্প উপায়ও আছে। তা অবলম্বন করলে সমস্যার মুখে পড়তে হবে না গ্রাহকদের। বিস্তারে জানতে হলে পড়ে ফেলুন এই প্রতিবেদন।
পিএনবি-র কোন পরিষেবা বন্ধ হতে চলেছে? Which PNB service is going to discontinued?
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) ‘এমপাসবুক অ্যাপ’ (mPassbook App) পরিষেবা বন্ধ হতে চলেছে। এই অ্যাপ বন্ধ হয়ে গেলে বহু গ্রাহকই সমস্যায় পড়তে পারেন।
এমপাসবুক অ্যাপ কী? (What is mPassbook App?)
১. এই অ্যাপের সাহায্যে লেনদেন সংক্রান্ত তথ্য, মিনি স্টেটমেন্ট জানতে পারা যায়।
২. এটিকে অনেকে পাসবুকের ডিজিটাল সংস্করণও বলে থাকেন।
৩. ১লা ডিসেম্বর থেকে এমপাসবুক অ্যাপটি বন্ধ হয়ে যাবে।
এমপাসবুক অ্যাপের বিকল্প কী? (What is the alternative option of mPassbook App?)
১. এমপাসবুক অ্যাপ বন্ধ হয়ে গেলে ব্যবহার করা যেতে পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কেরই ‘পিএনবি ওয়ান অ্যাপ’ (PNB One App)।
২. উক্ত অ্যাপটি মূলত ‘ইউনিফায়েড মোবাইল অ্যাপ্লিকেশন’ (Unified Mobile Application)।
৩. এই অ্যাপের মধ্যে পাসবুক সংক্রান্ত নানান রকমের তথ্য দেখতে পাওয়া যাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট খুবই পাওয়া যাবে এই অ্যাপে।
৪. নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টের পিডিএফ ডাউনলোড করতে পারা যাবে এই অ্যাপ থেকে।
৫. ‘পিএনবি ওয়ান অ্যাপ’-এই এবার ‘এমপাসবুক’ অপশন মিলবে।
৬. সিঙ্গেল বা জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার উভয়েই এই অ্যাপে রেজিস্টার করার যোগ্য।
পিএনবি ওয়ানে প্রয়োজনীয় জিনিস: (Things required for PNB one App)
১. সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
২. রেজিস্টার্ড মোবাইল নম্বর।
৩. উপযুক্ত স্মার্টফোন-
● অ্যান্ড্রয়েড: ৬.০ ভার্সন।
● আইওএস: ১১.০ ভার্সন।
পিএনবি ওয়ান অ্যাপ ব্যবহার করবেন কীভাবে? (How to use PNB one App?)
১. অ্যাপটি ডাউনলোড করে ‘নিউ ইউজার’ (New User)-এ ক্লিক করতে হবে।
২. অ্যাকাউন্ট নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে।
৩. রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি গেলে তা বসিয়ে পছন্দ বা প্রয়োজন অনুযায়ী উপযুক্ত রেজিস্টার অপশন বেছে নিতে হবে।
৪. অপশনে যেগুলো থাকবে, সেগুলো হল-
● বিনা ডেবিট কার্ডে রেজিস্টার।
● ডেবিট কার্ড সহকরে রেজিস্টার। এক্ষেত্রে কার্ডের নম্বর ও পিন দিয়ে একাধিক প্রশ্নের উত্তর দিতে হবে।
● আধার ও ওটিপি ব্যবহারের মাধ্যমে রেজিস্টার।
৫. এরপরে পাওয়া যাবে লগিনের পাসওয়ার্ড ও টিপিন (TPIN)।
৬. ইউজার আইডি ও লগিন সংক্রান্ত মেসেজ আসবে।
৭. সাইন ইন করতে হবে।
৮. প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে তৈরি করতে হবে এমপিন (MPIN)।
৯. এরপরেই অ্যাপটিতে লগিন করতে পারা যাবে।