Post Office Scheme 2023: পোস্ট অফিসের নানান রকমের প্রকল্প রয়েছে। মানুষ নিজের চাহিদা অনুযায়ী প্রকল্পগুলোতে বিনিয়োগ করে থাকেন। আজকের প্রতিবেদনে পোস্ট অফিসের এমনই এক যোজনাকে নিয়ে আলোচনা করা হল। যোজনার নাম হল গ্রাম সুরক্ষা যোজনা। চলুন এই যোজনা সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।
Post Office Scheme 2023 (Gram Suraksha Yojana 2023)
১. এই যোজনায় নানানভাবে টাকা জমা করা যায়। ত্রৈমাসক, মাসিক, বার্ষিক, অর্ধবার্ষিক সমস্ত রকমের বিকল্পই রাখা হয়েছে গ্রাহকদের জন্য।
২. এই প্রকল্পটি মূলত পোস্ট অফিসের অধীনে গ্রামীণ ডাক জীবন প্রকল্পের অধীনে পড়ে।
৩. প্রতিদিন ৫০ টাকা জমা করে মেয়াদ শেষে ৩৫ লক্ষ টাকা পাওয়া সম্ভব।
৪. যোজনায় ন্যূনতম ১০ হাজার টাকা বিনিয়োগ করতেই হয়।
৫. প্রকল্পটিতে বিনিয়োগের ঊর্ধসীমা ১০ লক্ষ টাকা।
৬. পলিসি সারেন্ডার করতে চাইলে বীমা শুরু করার তারিখের ৩ বছর পর তা করা যেতে পারে।
৭. বিনিয়োগের ক্ষেত্রে ৫ বছর পরে বোনাস মেলে।
৮. বীমার পরিমাণ ৩৫ লক্ষ টাকা হলে ৮০ বছর বয়সে বিনিয়োগকারী তা পায়।
বিনিয়োগের হিসাব (Post Office Scheme 2023 Investment calculation)
বীমার পরিমাণ যদি ১০ লক্ষ টাকা হয়ে থাকে। তাহলে বয়স অনুযায়ী, নির্দিষ্ট পরিমাণে বিনিয়োগ করতে হয়। বিনিয়োগের বয়স ১৯ ধরে মোটামুটি একটা হিসাব দেওয়া হল।
১. ৫৫ বছর পর্যন্ত জমা করতে চাইলে প্রত্যেক মাসে ১৫১৫ টাকা জমা করতে হবে।
২. ৫৮ বছর পর্যন্ত জমা করতে চাইলে প্রত্যেক মাসে ১৪৬৩ টাকা জমা করতে হবে।
৩. ৫৯ বছর পর্যন্ত জমা করতে চাইলে প্রত্যেক মাসে ১৪১১ টাকা জমা করতে হবে।