রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Post Office Scheme: বাম্পার স্কিম নিয়ে এল পোস্ট অফিস! মাত্র ১০ হাজার টাকা জমিয়ে পেয়ে যান 16 লাখ টাকা

Post millPost Office Scheme: পোস্ট অফিসের তরফে নানান রকমের স্কিম লঞ্চ করা হয়ে থাকে। একাধিক স্কীমের মধ্যে এমন এটা স্কিম রয়েছে, যেটাতে বিনিয়োগ করলে কম সময়ে মোটা অঙ্কের টাকা পাওয়া…

Advertisements

Post millPost Office Scheme: পোস্ট অফিসের তরফে নানান রকমের স্কিম লঞ্চ করা হয়ে থাকে। একাধিক স্কীমের মধ্যে এমন এটা স্কিম রয়েছে, যেটাতে বিনিয়োগ করলে কম সময়ে মোটা অঙ্কের টাকা পাওয়া যায়। এখানে আলোচনা করা হচ্ছে, পোস্ট অফিসের আরডি স্কিম (Post Office RD Scheme) নিয়ে। নিম্নে এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হল।

Post Office Scheme

(Post Office Scheme) পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট স্কিম:

১. এই RD স্কিমে মাত্র ১০০ টাকা দিয়েও বিনিয়োগ কর যায়।
২. এই স্কিমে সর্বাধিক যতখুশি বিনিয়োগ করা যেতে পারে।
৩. স্কিমটিতে বার্ষিক সুদ পাওয়া যায় ৫.৮% হারে।
৪. টাকা জমা করার ৩ বছরের মাথাতেই প্রি-ম্যাচিউর টাকা তোলা যায়।
৫. বিনিয়োগকারী প্রত্যেক মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করলে ভবিষ্যতে তিনি ১৬ লক্ষ টাকা পেতে পারেন।

Advertisements

Post Office RD

(Post Office Scheme) How to calculate Recurring Deposit in Post Office

১. ধরা যাক কোনো ব্যক্তি প্রত্যেক মাসে ১০ হাজার টাকা করে বিনিয়োগ করেছেন।
২. বিনিয়োগের কাজ বিনাবাধায় সম্পন্ন হলে রিটার্নরূপে ৫ বছরের মাথায় ৬ লক্ষ ৯৬ হাজার ৯৬৮ টাকা মিলবে।
৩. প্রাপ্য টাকায় আসলের পরিমাণ হবে ৬ লক্ষ টাকা এবং মোট সুদের পরিমাণ হবে ৯৬ হাজার ৯৬৮ টাকা।
৪. রেকারিং ডিপোজিটে অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত টাকা আরও ৫বছরের জন্য অর্থাৎ মোট ১০ বছরের জন্য রাখলে ম্যাচিউর টাকার পরিমাণ হবে ১৬ লক্ষ ২৬ হাজার ৮৬। এক্ষেত্রে বিনিয়োগ ১২ লক্ষ টাকার হলে সুদের পরিমাণ হবে ৪ লক্ষ ২৬ হাজার ২৩৬ টাকা।

Post Office RD

রেকারিং ডিপোজিট ঋণের পরিমাণ:

১. এক্ষেত্রে ১২ কিস্তি সঠিকভাবে পূরণ করতে হবে।
২. তারপরে ঋণ নেওয়ার সুযোগ পাওয়া যাবে।
৩. পোস্ট অফিসে সঞ্চিত টাকার ৫০% টাকা ঋণ হিসাবে পাওয়া যাবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements