রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Pradhan Mantri Kisan FPO: লক্ষ্মীর ভান্ডারকে 10 গোল! কেন্দ্রের এই প্রকল্পে আবেন করলেই মিলবে ১৫ লাখ টাকা

Pradhan Mantri Kisan FPO: কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প রয়েছে। একটি প্রকল্পে তো ১৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া সম্ভব। এই প্রতিবেদনে আলোচনা করা হচ্ছে…

Advertisements

Pradhan Mantri Kisan FPO: কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প রয়েছে। একটি প্রকল্পে তো ১৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া সম্ভব। এই প্রতিবেদনে আলোচনা করা হচ্ছে পিএম এফপিও যোজনাকে (PM Kisan FPO Yojana) নিয়ে। ভারতের মতো কৃষিপ্রধান দেশে যাতে কৃষকদের অসুবিধার মুখে না পড়তে হয়, তাই কেন্দ্রীয় সরকারের তরফে এই যোজনা লঞ্চ করা হয়েছে। উপভোক্তারা এই যোজনার দৌলতে কয়েক হাজার নয়, কয়েক লক্ষ টাকা পাবেন। নিম্নে এই নিয়ে বিস্তারে আলোচনা করা হল।

Pradhan Mantri Kisan FPO

পিএম এফপিও যোজনা ২০২৩ (PM Kisan FPO Yojana 2023)

১. এফপিও (FPO)-এর ফুল ফর্ম হল ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন (Famer Producer Organization)।
২. এই যোজনার দৌলতে ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশনের সাহায্য পান কৃষকরা।

Advertisements

পিএম এফপিও যোজনা পাওয়ার প্রক্রিয়া (How to get PM Kisan FPO Yojana?)

১. পিএম এফপিও যোজনার সাহায্য পেতে চাইলে প্রথমে একটি সংস্থা গঠন করতে হবে।
২. সংস্থার সদস্য সংখ্যা যেন ১১ জনের সংখ্যা না অতিক্রম করে যায় দেখতে হবে। সমস্ত সদস্যকেই কৃষক হতে হবে।
৩. সরকারি অনুমতি পেয়ে গেল কৃষকদের সংস্থা কৃষি সংক্রান্ত ওষুধপত্র, রাসায়নিক সার, বীজ প্রভৃতি কিনতে পারবে।
৪. সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ১০ হাজারের মতো এফপিও তৈরি হয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষ পর্যন্ত।

Pradhan Mantri Kisan FPO

পিএম এফপিও যোজনা আবেদনের প্রক্রিয়া (How to apply for PM Kisan FPO Yojana?)

১. কেন্দ্রীয় সরকারের (Union Government) এই প্রকল্পের অধীনে আবেদন করার জন্য আবেদনকারীকে ‘কেন্দ্রীয় কৃষি বাজার’ ওয়েবসাইটে যেতে হবে।
২. ওয়েবসাইটের ঠিকানা https://www.enam.gov.in
৩. উক্ত ওয়েবসাইটে গিয়ে আবেদন করলে ও সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীরা যোজনার লাভ পেতে শুরু করবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements